বুধবার ● ১৫ মে ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশে র্যানসমওয়্যারের হুমকি প্রতিরোধ করছে ক্যাস্পারস্কি
বাংলাদেশে র্যানসমওয়্যারের হুমকি প্রতিরোধ করছে ক্যাস্পারস্কি
গ্লোবাল সাইবার সিকিউরিটি ও ডিজিটাল প্রাইভেসি প্রতিষ্ঠান ক্যাস্পারস্কি ২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে বাংলাদেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মোট ৩৪ হাজার ৬০৭টি র্যানসমওয়্যারের ঘটনা সনাক্ত এবং ব্লক করেছে।
র্যানসমওয়্যার হামলা থেকে বাঁচতে ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে ক্যাস্পারস্কি’র বিশেষজ্ঞরা কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন। রিমোট ডেস্কটপ/ম্যানেজমেন্ট সার্ভিস (যেমন- আরডিপি, এমএসএসকিউএল ইত্যাদি) থেকে পাবলিক নেটওয়ার্কগুলোতে প্রয়োজন ছাড়া প্রবেশ না করা এবং সবসময় শক্তিশালী পাসওয়ার্ড, টু-ফ্যাক্টর সনাক্তকরণ ও ফায়ারওয়াল রুলস ব্যবহার ইত্যাদি। দূরে অবস্থানরত কর্মীদের জন্য ব্যবহৃত বাণিজ্যিক ভিপিএন সল্যুশনসের আপডেটগুলো দ্রুত ইনস্টল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসাথে সব ডিভাইসে নিয়মিত সফটওয়্যার আপডেট করাও জরুরি, বলছেন বিশেষজ্ঞরা।
র্যানসমওয়্যার হামলা ঠেকাতে আরেকটি কার্যকরী সমাধান ডেটা ব্যাকআপ। অফলাইন ব্যাকআপের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে ডেটা ইন্টেগ্রিটি এবং দ্রুত ডেটা রিকভার করা সম্ভব। ক্ষতিকারক প্রোগ্রাম ইন্সটল হওয়ার ঝুঁকি থেকে রক্ষা পেতে পাইরেটেড সফটওয়্যার বা অজ্ঞাত সোর্স থেকে সফটওয়্যার ডাউনলোড ও ইনস্টল করা যাবে না। এতে প্রোগ্রামের মাধ্যমে র্যানসমওয়্যার অনুপ্রবেশের সম্ভাবনা কমবে। ম্যানেজড সার্ভিসেস অ্যাক্সেস ও সাপ্লাই চেইন নিয়মিত অ্যাসেসিং ও অডিটিংয়ের পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা। একইসাথে, ডেটা চুরি হলে প্রতিষ্ঠানের সুনাম যেন ঝুঁকির মুখে না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি।