বুধবার ● ১৫ মে ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দুবাইভিত্তিক ভেঞ্চার ক্যাপিটালের উপদেষ্টা হলেন আশিকুল আলম খাঁন
দুবাইভিত্তিক ভেঞ্চার ক্যাপিটালের উপদেষ্টা হলেন আশিকুল আলম খাঁন
বাংলাদেশী বিটুবি মার্কেটপ্লেস প্রিয়শপের প্রতিষ্ঠাতা এবং সিইও আশিকুল আলম খাঁন সেঞ্চুরি ওক স্টুডিও’র উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন। দুবাইভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল সেঞ্চুরি ওক ভেঞ্চার এর নতুন উদ্যোগ হচ্ছে সেঞ্চুরি ওক স্টুডিও। সেঞ্চুরি ওক স্টুডিও স্টার্টআপদের প্রাথমিক রাউন্ড থেকে তহবিল, ফুল-স্ট্যাক প্রযুক্তিগত অবকাঠামো, আর্থিক পরিষেবা এবং কৌশলগত বিপণন নির্দেশিকা প্রদান করে। ।
এ প্রসঙ্গে আশিকুল আলম খাঁন বলেন, সেঞ্চুরি ওক স্টুডিওতে উপদেষ্টা হিসেবে যোগ দিতে পেরে আমি সম্মানিত বোধ করছি। তাদের প্রতিশ্রুতি, কাজের পরিবেশ এবং উদ্ভাবনী ধারণার সাথে আমার দক্ষতার মিল রয়েছে। আমি নিশ্চিত তাদের প্রতিটি উদ্ভাবনী ধারণা কৌশলগতভাবে বিকশিত এবং কার্যকরভাবে প্রয়োগ করা হয়। তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা বাংলাদেশি স্টার্টআপদের এগিয়ে যেতে আরও বেশি সহায়তা করবে।