শনিবার ● ১১ মে ২০১৩
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » কম্পিউটারের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে চান?
কম্পিউটারের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে চান?
আপনি ইচ্ছে করলে My Computer এবং ফোল্ডার গুলির ব্যাকগ্রাউন্ড কালার আপনার পছন্দমত পরিবর্তন করতে পারবেন। এজন্য আপনাকে ছোট একটি কাজ করতে হবে । নিচের দিকনির্দেশনা মেনে চলুন ব্যাস কাজ হয়ে যাবে ।
যেভাবে My Computer এবং ফোল্ডার গুলির ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করবেনঃ
১। প্রথমে properties এ ঢুকুন
২। এবার appearance এ ক্লিক করুন
৩ এবার নিচে Advance এ ক্লিক করুন
৪। এবার item থেকে যেটি পরিবর্তন করতে চান সেটি select করুন
৫। item এর ডানপাশে color option থেকে ইচ্ছেমত color select করুন
এবার উপভোগ করুন আপনার পছন্দমত ব্যাকগ্রাউন্ড কালার ।