সোমবার ● ১৬ জুলাই ২০১২
প্রথম পাতা » বিজ্ঞান ও প্রযুক্তি » আইপ্যাডের সাহায্যে বিমান চালবে !!!
আইপ্যাডের সাহায্যে বিমান চালবে !!!
অস্ট্রেলিয়ার উড়োজাহাজ সংস্থা কান্তাসের পাইলটরা এখন থেকে বিমান চালানোর সময় আইপ্যাডের সাহায্য নেবেন। সংস্থাটি গতকাল রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর পিসিওয়ার্ল্ডের।
কান্তাসকে ৬৪ গিগাবাইটের ২ হাজার ২০০টিরও বেশি আইপ্যাড সরবরাহ করবে অস্ট্রেলিয়ার টেলিকম অপারেটর টেলস্ট্রা। পাইলটদের ককপিটে থাকবে এ আইপ্যাড। এর ফলে এ সংস্থাটির পাইলটরা এখন থেকে সব তথ্য ডিজিটাল উপায়ে সংগ্রহ করবেন। এ ছাড়া ফ্লাইটের পরিকল্পনা, পেপার চার্ট প্রভৃতিও তারা আইপ্যাডের সাহায্যে সংগ্রহ করবেন।
আইপ্যাড ব্যবহারের মাধ্যমে কান্তাসের বিপুল অর্থ সাশ্রয় হবে বলে জানিয়েছে গিকজোন নামে এক সংবাদ সংস্থা। এটির তথ্য অনুযায়ী, বর্তমানে কান্তাসের দৈনিক ১৮ হাজার পাতা প্রিন্ট করতে হয়। আইপ্যাড ব্যবহারের ফলে এর প্রিন্টের পরিমাণ দৈনিক মাত্র ৩ হাজার পাতায় নেমে আসবে। এ ছাড়া বিমানের ওজনও ৪৪ পাউন্ড কমবে।
এ আইপ্যাডগুলোয় কান্তাসের পাইলটদের জন্য দুটি বিশেষ অ্যাপ্লিকেশন থাকবে। একটি ফ্লাইট চার্টের জন্য, অন্যটি ফ্লাইটের বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য।
এতে পাইলটদেরও উপকার হবে। এ বিষয়ে কান্তাসের এক পাইলট ক্যাপ্টেন অ্যালেক্স পাসেরিনি বলেন, ‘আইপ্যাড ব্যবহারের ফলে আমাদের সময় ও খরচ দুই-ই বাঁচবে। এ ছাড়া কাগজের মধ্যে কোনো কিছু ঘেঁটে দেখার চেয়ে আইপ্যাডে দেখা অনেক স্বস্তিকর।’
কান্তাস ছাড়া অন্যান্য উড়োজাহাজ সংস্থাও একই পথে চলার চেষ্টা করছে। এর মধ্যে রয়েছে আলাস্কা এয়ার। এ সংস্থাটিও দ্রুত আইপ্যাড ব্যবহার শুরু করবে বলে জানা গেছে।
কেবল পাইলটরাই নয়, বরং অর্থসাশ্রয়ের জন্য যুক্তরাজ্যের বিভিন্ন কার্যালয়েও ডেস্কটপ পিসির বদলে আইপ্যাড ব্যবহার করা হচ্ছে।