বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে অপোর নতুন হ্যান্ডসেট এ৬০
বাজারে অপোর নতুন হ্যান্ডসেট এ৬০
অপো বাংলাদেশের বাজারে নতুন হ্যান্ডসেট অপো এ৬০ নিয়ে এসেছে। ৫০০০ এমএএইচ ব্যাটারি সমৃদ্ধ ডিভাইসটিতে রয়েছে ৪৫ ওয়াট চার্জার। হ্যান্ডসেটটির ১৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি রমের ভ্যারিয়েন্টটির মূল্য ২৪,৯৯০ টাকা এবং ১৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রমের ভ্যারিয়েন্টের মূল্য ২২,৯৯০ টাকা।
৭.৬৮ মিমি আল্ট্রা-স্লিম বডির ডিভাইসটির ওজন ১৮৬ গ্রাম। এর অ্যান্টি-ড্রপ গ্লাস স্ক্রিন ও ডাবল টেম্পারড গ্লাস দুর্ঘটনাজনিত কারণে পড়ে গেলেও ফোনটিকে সুরক্ষা দিবে।
ফোনটিতে রয়েছে ৯৫০ নিট আল্ট্রা ব্রাইট ডিসপ্লে এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট, যা উজ্জ্বল সূর্যালোকের মধ্যেও এর ডিসপ্লেকে ভালোভাবে দেখতে সাহায্য করে। ফলে প্রতিকূল পরিস্থিতিতেও ব্যবহারকারীরা মসৃণ টাচের পাশাপাশি স্পষ্ট ডিসপ্লে উপভোগ করতে পারবেন। রিপল ব্লু ও মিডনাইট পার্পল এই দুইটি রঙে ডিভাইসটি পাওয়া যাবে।
গ্রাহকরা অপো এ৬০ কেনার পাশাপাশি পেতে পারেন সর্বোচ্চ ১ লাখ টাকা ও আকর্ষণীয় ইন্টারনেট বান্ডেল অফার। স্মার্টফোনটি প্রি-অর্ডার করা যাবে ১৪ মে পর্যন্ত। সংবাদ বিজ্ঞপ্তি।