সর্বশেষ সংবাদ
ঢাকা, জানুয়ারী ৮, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ১৬ জুলাই ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » হালকা প্রকৌশলশিল্প খাতটি বরাবরই সরকারি সহযোগিতা থেকে বঞ্চিত
প্রথম পাতা » আইসিটি আপডেট » হালকা প্রকৌশলশিল্প খাতটি বরাবরই সরকারি সহযোগিতা থেকে বঞ্চিত
৬৪৬ বার পঠিত
সোমবার ● ১৬ জুলাই ২০১২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হালকা প্রকৌশলশিল্প খাতটি বরাবরই সরকারি সহযোগিতা থেকে বঞ্চিত

হালকা প্রকৌশল পণ্য রফতানিতে গত অর্থবছর (২০১১-১২) রেকর্ড ২১ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। পাশাপাশি লক্ষ্যমাত্রার চেয়ে ৪ কোটি ৬৯ লাখ ডলারের বেশি পণ্য রফতানি হয়েছে। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা গেছে এ তথ্য।
গত অর্থবছর প্রায় ৩২ কোটি ৮৫ লাখ ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে ৩৭ কোটি ৫৪ লাখ মার্কিন ডলারের বেশি মূল্যের হালকা প্রকৌশল পণ্য রফতানি হয়েছে। ২০১০-১১ অর্থবছরে রফতানি হয়েছিল প্রায় ৩০ কোটি ৯৫ লাখ ডলারের পণ্য। ২০০৯-১০ অর্থবছরে দেশ থেকে ৩১ কোটি ১০ লাখ ডলারের হালকা প্রকৌশল পণ্য রফতানি হয়েছে।
রফতানি হওয়া হালকা প্রকৌশল পণ্যের মধ্যে রয়েছে কৃষি যন্ত্র ও যন্ত্রাংশ, বাইসাইকেল, ভবন নির্মাণসামগ্রী, চা প্লান্টের উপকরণ, রুটি-বিস্কুটসহ বিভিন্ন খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ যন্ত্র, ইস্পাতের আসবাবপত্র, মোল্ড ও ডাইস, তামার তার, আগুন নির্বাপণ যন্ত্রসহ বেশকিছু পণ্য। এগুলো সাধারণত ইউরোপের বিভিন্ন দেশ, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্য, মিয়ানমার ও দক্ষিণ আফ্রিকায় রফতানি হয়।বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মধ্যেও এ খাতের রফতানিতে রেকর্ড প্রবৃদ্ধির বিষয়ে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির (বিইআইওএ) সভাপতি মো. আবদুর রাজ্জাক বলেন, হালকা প্রকৌশলশিল্প বেশ সম্ভাবনাময় একটি খাত। বৃহৎ শিল্পের সহায়ক হওয়ায় এ শিল্পের ব্যাপক প্রসারের সম্ভাবনা রয়েছে। এ কারণে বিশ্বব্যাপী এসব পণ্যের চাহিদা বেড়েই চলেছে। এ ছাড়া কয়েক বছর ধরে বাজার সম্প্রসারণের পাশাপাশি রফতানি পণ্য বহুমুখী করার চেষ্টা করছে বাংলাদেশ।

তিনি বলেন, দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখা এ খাতটি বরাবরই সরকারি সহযোগিতা থেকে বঞ্চিত। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সরকারের কাছে এ শিল্পের উন্নয়নে সহযোগিতা চেয়েও পাওয়া যায়নি। বর্তমান সরকার ঘোষিত ভিশন-২০২১ বাস্তবায়ন করতে হলে অবশ্যই প্রকৌশলশিল্পের উন্নয়ন করতে হবে। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া জরুরি।

বিইআইওএর সাবেক সভাপতি আবুল হাশিম এ প্রসঙ্গে বলেন, রফতানির পাশাপাশি বর্তমানে এ শিল্প স্থানীয় চাহিদার চার ভাগের তিন ভাগই পূরণ করছে। আর যেসব পণ্য আমদানি হয়, তাও দেশেই তৈরি করা সম্ভব। তবে স্থানীয় চাহিদা সম্পূর্ণ মেটাতে এবং রফতানি প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে শিল্প পার্ক বা বিশেষ জোন স্থাপন প্রয়োজন। তাহলে এ খাতে বিদেশী বিনিয়োগও আসবে।
উল্লেখ্য, গত অর্থবছর হালকা প্রকৌশল পণ্যের মধ্যে সবচেয়ে বেশি ১০ কোটি ৫৫ লাখ ডলারের বাইসাইকেল রফতানি হয়েছে। একই সময়ে ৮ কোটি ৮৫ লাখ ডলারের ইলেকট্রনিক পণ্য, ৫ কোটি ৯৭ লাখ ডলারের আয়রন ও স্টিল, ৫ কোটি ৯ লাখ ডলারের তামার তার, ৪ কোটি ৯৫ লাখ ডলারের বিভিন্ন ধরনের প্রকৌশল সরঞ্জাম রফতানি হয়েছে।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রিয়েলমি সি৭৫ এর কার্যক্ষমতা দেখলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
বাজারে এআই সুবিধাযুক্ত স্যামসাংয়ের ‘নিও কিউএলইডি ৮কে’ টিভি
ফুডপ্যান্ডা ও সিপি ফাইভ স্টারের মধ্যে চুক্তি
এআই-ভিত্তিক চ্যাট ইঞ্জিন আনল বাংলালিংক
রিয়াদে ইউএনসিসিডি ‘সিওপি-১৬’ সম্মেলনে প্রিয়শপ
সর্বোচ্চ পারফর্মেন্সের মাইলফলক অর্জন করেছে ক্যাসপারস্কি
সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন
শাওমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তামিম ইকবাল
ব্লু-ভোল্ট ব্যাটারিতে ভিভো এক্স২০০
নতুন “ডিজিটাল সুরক্ষা অধ্যাদেশ-২০২৪” মানবাধিকার লঙ্ঘনের নতুন হাতিয়ার