বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলালিংক ও জেডটিই এর মধ্যে চুক্তি
নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলালিংক ও জেডটিই এর মধ্যে চুক্তি
ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক, তাদের চলমান সহযোগিতা জোরদার করতে জেডটিই-এর সাথে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে। গ্রাহকদের কাছে উন্নত ও মানসম্পন্ন ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতির পাশাপাশি এই চুক্তির লক্ষ্য হলো নেটওয়ার্ক অবকাঠামোর আধুনিকায়ন ও উন্নয়ন।
বাংলালিংকের সিইও এরিক অস ও জেটিই ভিওন গ্লোবালের ম্যানেজিং ডিরেক্টর লিয়াও হুই বাংলালিংক কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ টেকনোলজি এন্ড ইনফরমেশন অফিসার হুসেইন তুর্কের, চিফ লিগাল অফিসার এন্ড কোম্পানি সেক্রেটারি জহরত আদিব চৌধুরী, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, চিফ এথিক্স অ্যান্ড কমপ্লায়েন্স অফিসার মুনিরুজ্জামান শেখ, প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই চেইন ডিরেক্টর কে এম জাকারিয়া, নেটওয়ার্ক সার্ভিস ম্যানেজমেন্ট ডিরেক্টর হাসতান রেজা মাহবুব আলম, জেডটিই বাংলাদেশের সিইও মাও জানইয়ং, সিটিও জিয়াংজিয়াও, জেডটিই বাংলালিংক বিইউ-এর অ্যাকাউন্ট ডিরেক্টর লিউ লিয়ান, অ্যাকাউন্ট ম্যানেজার জাও জেনসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগন। সংবাদ বিজ্ঞপ্তি।