বুধবার ● ৮ মে ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » শপআপের প্রেসিডেন্ট হিসেবে যোগদান করলেন মামুন রশীদ
শপআপের প্রেসিডেন্ট হিসেবে যোগদান করলেন মামুন রশীদ
বাংলাদেশের শীর্ষস্থানীয় বিটুবি কমার্স প্ল্যাটফর্ম শপআপের নতুন প্রেসিডেন্ট হিসেবে যোগ দিয়েছেন মামুন রশীদ। শপআপ মিল ও প্রস্তুতকারকদের সাথে ছোট মুদি দোকানের সরাসরি সংযোগ স্থাপন করে। বর্তমানে দেশের প্রায় ৩ কোটি ১০ লাখ মানুষ শপআপ নেটওয়ার্কের অধীনে থাকা ছোট দোকানের মাধ্যমে খাদ্য ও নিত্য-প্রয়োজনীয় পণ্য পাচ্ছেন। ২০২৬ সাল নাগাদ ৮ কোটি মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি কাজ করছে।
এ প্রসঙ্গে শপআপের নতুন প্রেসিডেন্ট মামুন রশীদ বলেন, আমার পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে শপআপের এই চমৎকার দলকে সাথে নিয়ে ভিন্ন কিছু করার অপেক্ষায় আছি। একসাথে কাজ করে এই বাংলাদেশি প্রতিষ্ঠানকে বিশ্ব মানচিত্রে তুলে ধরতে পারবো বলে আমি আশাবাদী।
বিজনেস লিডার হিসেবে মামুন রশীদের দীর্ঘ ৩৭ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি পিডব্লিউসি, সিটি ব্যাংক এন.এ., বাংলাদেশ; স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকসহ স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
শপআপের প্রতিষ্ঠাতা ও সিইও আফিফ জামান বলেন, শপআপে মামুন রশীদের আগমনে আমরা আনন্দিত। তাঁর অভিজ্ঞতা এবং দক্ষতা নিঃসন্দেহে আমাদের আগামীর যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। সংবাদ বিজ্ঞপ্তি।