মঙ্গলবার ● ৭ মে ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দুবাই ফিনটেক সামিট ২০২৪ এ রিভ চ্যাট
দুবাই ফিনটেক সামিট ২০২৪ এ রিভ চ্যাট
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ‘দুবাই ফিনটেক সামিট ২০২৪’ এ অংশ নিয়েছে বাংলাদেশ-সিঙ্গাপুরের জয়েন্ট ভেঞ্চার, কাস্টমার এঙ্গেজমেন্ট সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান রিভ চ্যাট। দুবাইয়ের মদিনাত জুমেইরা রিসোর্টে ৬-৭ মে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনটি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সরাসরি যোগাযোগ, মত বিনিময় ও আর্থিক খাতের ভবিষ্যত বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
রিভ চ্যাট এই সম্মেলনে তাদের নতুন সংস্করণ ৪.০ উন্মোচন করেছে। এই সংস্করণে ইন্সট্যান্ট মেসেজিং (আইএম) ও লাইভ চ্যাটের সকল সুবিধার সমন্বয়ে ওয়েবসাইট একটি ইন্সট্যান্ট মেসেজিং প্লাটফর্মে পরিণত হয়েছে।
রিভ চ্যাটের সিইও এম রেজাউল হাসান জানান, দুবাই ফিনটেক সামিট ২০২৪ এ রিভ চ্যাটের অংশগ্রহণ নিয়ে আমরা খুবই আশাবাদী। আমরা এখানে রিভ চ্যাটের নতুন সংস্করণ ৪.০ প্রদর্শন করেছি, যা ইন্সট্যান্ট মেসেজিং ও লাইভ চ্যাটের সমন্বয়ে কাস্টমার এঙ্গেজমেন্টে একটি মাইলফলক বলা যায়। এছাড়াও উন্নত গ্রাহক সেবার ভবিষ্যত নির্মাণে ইন্ডাস্ট্রির কর্তাব্যক্তি ও সহযোগীদের সাথে আলোচনা হয়েছে এই সম্মেলনে। সংবাদ বিজ্ঞপ্তি।