বৃহস্পতিবার ● ১২ জুলাই ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » ভিওআইপির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে বিটিআরসি
ভিওআইপির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে বিটিআরসি
রাজধানীর উত্তরায় অবৈধ ভিওআইপির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। উদ্ধার করা সরঞ্জামের মধ্যে চারটি সেলফোন অপারেটরের ১০ হাজারেরও বেশি সিম রয়েছে। বিটিআরসি সূত্রে এ তথ্য জানা গেছে। উত্তরা ৫ নম্বর সেক্টরের ২৭ নম্বর রোডের ৯সি নম্বর বাড়ি থেকে অবৈধ ভিওআইপির এ বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়। বাড়ির মালিক মেজর (অব.) শাহাবুদ্দিনের ছেলে অবৈধ ভিওআইপি কার্যক্রমের সঙ্গে যুক্ত বলে আইনশৃঙাখলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে। সেলফোন অপারেটরগুলোর সিমের পাশাপাশি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) ও ওয়াইম্যাক্সের সংযোগও ব্যবহার করা হয়েছে।
বিটিআরসি ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেলের ১০ হাজারের বেশি সিম উদ্ধার করা হয়। এ ছাড়া বাংলালায়ন, কিউবি ও ওলোর বেশ কিছু ইউএসবি ডোঙ্গল পাওয়া গেছে। এ কাজে ব্যবহারের জন্য একটি ভি-স্যাটও পাওয়া গেছে। তবে উদ্ধার অভিযানের সময় এটি নিষ্ক্রিয় ছিল।
এ প্রসঙ্গে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ বলেন, এটি সবচেয়ে বড় অবৈধ ভিওআইপি সরঞ্জাম আটকের ঘটনা। বিষয়টি সম্পর্কে খোঁজ নিতে সংশ্লিষ্ট অপারেটরগুলোকে ডাকা হয়েছে। সেলফোন অপারেটরগুলোর এত সিম সেখানে কীভাবে গেল, তা জানতে চাওয়া হয়েছে। দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বিটিআরসি।