বৃহস্পতিবার ● ১২ জুলাই ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » সিম নিবন্ধন প্রক্রিয়ার নিয়ম মানছে না অপারেটররা প্রি-অ্যাকটিভেটেড সিম বিক্রি বন্ধের নির্দেশ
সিম নিবন্ধন প্রক্রিয়ার নিয়ম মানছে না অপারেটররা প্রি-অ্যাকটিভেটেড সিম বিক্রি বন্ধের নির্দেশ
নিবন্ধনের আগে চালু করা (প্রি-অ্যাকটিভেটেড) সিম বিক্রি বন্ধ করতে সেলফোন অপারেটরদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ জন্য ৯০ দিন সময় পাচ্ছেন অপারেটররা। এ হিসাবে আগামী ১১ অক্টোবর থেকে নিবন্ধনের তথ্য যাচাই করেই সংযোগ চালু করতে হবে অপারেটরদের।
গতকাল বুধবার বিটিআরসি কার্যালয়ে অপারেটরদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। ৬ সেলফোন অপারেটরের প্রতিনিধিই বৈঠকে উপস্থিত ছিলেন।
জানা গেছে, বিক্রির সময় যথাযথ প্রক্রিয়ায় নিবন্ধনশেষে প্রতিটি সিম চালুর বিধান রয়েছে। তবে অপারেটররা এ নিয়ম মানছেন না। কেনার সঙ্গে সঙ্গেই ব্যবহার করা যায় এসব সিম। এতে নিবন্ধন না করেও ব্যবহার করা যাচ্ছে সংশ্লিষ্ট অপারেটরের সংযোগ। নিবন্ধনহীন এসব সিম ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডও বাড়ছে। এসব অপরাধের ক্ষেত্রে অপারেটররা দায়দায়িত্বসংশ্লিষ্ট পরিবেশক ও খুচরা বিক্রেতার ওপর চাপিয়ে দেয়। এ জন্য প্রতিটি সিমের তথ্য সংরক্ষণ নিশ্চিত করতে প্রি-অ্যাকটিভেটেড সিম বিক্রি বন্ধের নির্দেশ দিল বিটিআরসি।
এ ক্ষেত্রে পরিবেশক ও খুচরা বিক্রেতারা সিম বিক্রির পর নিবন্ধন নিশ্চিত হলেই কেবল গ্রাহকের সংযোগ চালু হবে। এর মাধ্যমে ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে সিম নিবন্ধন বন্ধ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ প্রসঙ্গে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ বলেন, সিম কেনার সময় নিবন্ধনে দেয়া তথ্য যাচাই করে সংযোগ চালু করতে হবে অপারেটরদের। এ জন্য তাদের ৯০ দিন সময় দেয়া হয়েছে। এ সময়ের পর প্রি-অ্যাকটিভেটেড সিম বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বিটিআরসি।