সর্বশেষ সংবাদ
ঢাকা, ডিসেম্বর ২৩, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে আসছে আসুসের নতুন ডুয়াল-স্ক্রিন ল্যাপটপ জেনবুক ডুও
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে আসছে আসুসের নতুন ডুয়াল-স্ক্রিন ল্যাপটপ জেনবুক ডুও
২৯৪ বার পঠিত
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাজারে আসছে আসুসের নতুন ডুয়াল-স্ক্রিন ল্যাপটপ জেনবুক ডুও

---আসুস বাংলাদেশের বাজারে জানতে যাচ্ছে তাদের নতুন ল্যাপটপ আসুস জেনবুক ডুও (২০২৪) ইউএক্স ৮৪০৬। ল্যাপটপটি সবচেয়ে বেশি সুবিধা দিবে মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে। ডিভাইসটির বিশেষ ফিচার হলো ডুয়াল-স্ক্রিন সেটআপ। এর দুটি ডিসপ্লের প্রতিটি আকারে ১৪ ইঞ্চি এবং ১২০ হার্টজের ওলেড টাচস্ক্রিন ফিচারের। ডিসপ্লের ৩কে রিজোলিউশন ব্যবহারকারীদেও দিবে দারুণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা। ল্যাপটপটিতে আরও রয়েছে এরগোসেন্সের একটি ওয়্যারলেস ব্লু-টুথ কীবোর্ড এবং টাচ প্যাড ফিচার। এই ডিজাইনের ল্যাপটপে কীবোর্ডটি ডিট্যাচেবল। অর্থাৎ কীবোর্ডটি ল্যাপটপ থেকে আলাদা করা যাবে। ইন্টেল ইভো এডিশনের এই ল্যাপটপটি ওজনে ১.৩৫ কেজি।

এতে আরও রয়েছে একটি বিল্ট-ইন কিকস্ট্যান্ড, যার সাহায্যে ল্যাপটপের ডিসপ্লেটি ব্যবহার করা যাবে চারটি ভিন্ন মোডে- ডুয়ালস্ক্রিন মোড, ডেস্কটপ মোড, ল্যাপটপ মোড এবং শেয়ারিং মোডে।

ডুয়ালস্ক্রিন মোড: ওয়্যারলেস কীবোর্ডের সাথে ব্যবহার করা হলে, এই মোডটি ১৯.৮ ইঞ্চি সাইজের স্ক্রিন সুবিধা দিবে। ভিউম্যাক্স ফিচারের মাধ্যমে এটি বর্ধিত স্ক্রিন হিসাবে ব্যবহার করা যাবে। অথবা দুটি স্ক্রিন আলাদাভাবে ১৬:১০ রেশিওতে ব্যবহার করা যাবে।

ডেস্কটপ মোড: এই মোডে ল্যাপটপটি উলম্বভাবেও ব্যবহার করা যাবে। ওয়্যারলেস কীবোর্ডের সাথে যুক্ত করে এই মোডে ল্যাপটপটি ব্যবহার করলে প্রোগ্রামিং, রিসার্চ, লেখালেখি এবং বড় ডেটাশীটে অ্যাক্সেসের মতো কাজগুলো আরও সহজ হবে। যেমন- ডেস্কটপ মোডের একটি স্ক্রিনে প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশন ব্যবহার করার পাশাপাশি অন্য স্ক্রিনে অ্যাপ্লিকেশনটি সম্পর্কিত কোন রেফারেন্স,  ডকুমেন্টেশন বা রিসার্চের মতো কাজ চালিয়ে যেতে পারবে।

ল্যাপটপ মোড: ল্যাপটপটির ব্লুুটুথ কীবোর্ডটি ব্যবহার করার সময় একটি পোগো-পিন কানেক্টরের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে এটি চার্জ করা যাবে। ল্যাপটপটির নীচের দিকের স্ক্রিনটি প্রয়োজন হলে একটি ফুলসাইজ ভার্চুয়াল কীবোর্ড হিসাবে কনফিগার করা যাবে। এতে ব্যবহারকারীরা অনেক জায়গা জুড়ে কীবোর্ডটির সুবিধা পাবে।

শেয়ারিং মোড: মিটিং এবং বিজনেস প্রেজেন্টেশনের মতো কনটেন্টগুলো নিয়ে একই সাথে কাজ করার ক্ষেত্রে সুবিধা দিবে এই মোডটি। ল্যাপটপটির ১৮০ ডিগ্রি হিঞ্জের ফিচারের সাহায্যে এর স্ক্রিনগুলোকে ফ্ল্যাট অবস্থায় রাখতে পারবে ব্যবহারকারীরা। এতে ল্যাপটপটির উপরের স্ক্রিনটি প্রয়োজন হলে ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যাবে।

এই ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৯ প্রসেসর, ৩২ গিগাবাইট র‌্যাম এবং ২ টেরাবাইট পিসিআইই ৪.০ এসএসডি পর্যন্ত মেমোরি সুবিধা। এতে আরও আছে ২টি থান্ডারবোল্ট ৪ পোর্ট, ইউএসবি ৩.২ জেন ১ টাইপ-এ এবং এইচডিএমআই ২.১ ইন্টারফেস। এর ৭৫ ওয়াট-ব্যাটারি এবং দ্রুত চার্জিং সুবিধার জন্য ল্যাপটপটি ব্যবহার করা যাবে দীর্ঘ সময় ধরে। সংবাদ বিজ্ঞপ্তি।



আইসিটি সংবাদ এর আরও খবর

ডিজিটাল ফিন্যান্সিয়াল লিটারেসি নিয়ে টেন মিনিট স্কুল ও বিকাশের উদ্যোগ ডিজিটাল ফিন্যান্সিয়াল লিটারেসি নিয়ে টেন মিনিট স্কুল ও বিকাশের উদ্যোগ
কনজিউমার প্রোটেকশন অ্যাওয়ার্ড অর্জন করেছে অপো বাংলাদেশ কনজিউমার প্রোটেকশন অ্যাওয়ার্ড অর্জন করেছে অপো বাংলাদেশ
মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্সে শিক্ষাবৃত্তি দিচ্ছে বিকাশ মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্সে শিক্ষাবৃত্তি দিচ্ছে বিকাশ
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৪ হাজার শিক্ষার্থী পেল নতুন ল্যাপটপ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৪ হাজার শিক্ষার্থী পেল নতুন ল্যাপটপ
এনাবলার অব এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো মাস্টারকার্ড এনাবলার অব এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো মাস্টারকার্ড
জাইকার সহযোগিতায় বি-জেট ও বি-মিট প্রোগ্রামের সমাপনী প্রতিবেদন প্রকাশ জাইকার সহযোগিতায় বি-জেট ও বি-মিট প্রোগ্রামের সমাপনী প্রতিবেদন প্রকাশ
দ্বিপাক্ষিক ব্যবসা সম্প্রসারণে ‘বেসিস জাপান ডে ২০২৪’ দ্বিপাক্ষিক ব্যবসা সম্প্রসারণে ‘বেসিস জাপান ডে ২০২৪’
এআই অলিম্পিয়াডের বৈজ্ঞানিক কমিটির সদস্য হলেন বাংলাদেশের অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন এআই অলিম্পিয়াডের বৈজ্ঞানিক কমিটির সদস্য হলেন বাংলাদেশের অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন
সিআইপি সম্মাননা পেলেন উল্কাসেমির সিইও মোহাম্মদ এনায়েতুর রহমান সিআইপি সম্মাননা পেলেন উল্কাসেমির সিইও মোহাম্মদ এনায়েতুর রহমান
রিয়েলমি সি৭৫ পানির নিচে সচল থাকবে ১০ দিন রিয়েলমি সি৭৫ পানির নিচে সচল থাকবে ১০ দিন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ডিজিটাল ফিন্যান্সিয়াল লিটারেসি নিয়ে টেন মিনিট স্কুল ও বিকাশের উদ্যোগ
কনজিউমার প্রোটেকশন অ্যাওয়ার্ড অর্জন করেছে অপো বাংলাদেশ
মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্সে শিক্ষাবৃত্তি দিচ্ছে বিকাশ
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৪ হাজার শিক্ষার্থী পেল নতুন ল্যাপটপ
এনাবলার অব এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো মাস্টারকার্ড
জাইকার সহযোগিতায় বি-জেট ও বি-মিট প্রোগ্রামের সমাপনী প্রতিবেদন প্রকাশ
দ্বিপাক্ষিক ব্যবসা সম্প্রসারণে ‘বেসিস জাপান ডে ২০২৪’
এআই অলিম্পিয়াডের বৈজ্ঞানিক কমিটির সদস্য হলেন বাংলাদেশের অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন
সিআইপি সম্মাননা পেলেন উল্কাসেমির সিইও মোহাম্মদ এনায়েতুর রহমান
রিয়েলমি সি৭৫ পানির নিচে সচল থাকবে ১০ দিন