রবিবার ● ২৮ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশের বাজারে এআই চালিত গিগাবাইটের ইন্টেল ১৪ জেনারেশন ল্যাপটপ
বাংলাদেশের বাজারে এআই চালিত গিগাবাইটের ইন্টেল ১৪ জেনারেশন ল্যাপটপ
দেশের বাজারে ৫টি নতুন ল্যাপটপ নিয়ে আসছে গিগাবাইট। এর মধ্যে ২টি ল্যাপটপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ফিচার সমৃদ্ধ। এআই ফিচার সমৃদ্ধ অরোজ গেমিং ১৬এক্স একেজি এবং অরোজ গেমিং ১৬এক্স এএসজি ল্যাপটপ দুইটিতে রয়েছে যথাক্রমে ইন্টেল ১৪ জেনারেশন কোর আই৭ প্রসেসর এবং জিফোর্স আরটিএক্স ৪০৬০ ৮জিবি জিডিডিআর৬ গ্রাফিক্স কার্ড ও জিফোর্স আরটিএক্স ৪০৭০ ৮জিবি জিডিডিআর৬ গ্রাফিক্স কার্ড।
এছাড়া জিফাইভ এমএফফাইভ এবং জিফাইভ কেএফফাইভ নামে আরো দুইটি ১৩ জেনারেশন কোর আই৭ প্রসেসরের ল্যাপটপ বাংলাদেশের বাজারে নিয়ে আসছে গিগাবাইট। ডিজাইনারদের জন্য আনছে ইয়রো ১৪ ওএলইডি মডেলের ল্যাপটপ।
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড গিগাবাইটের পরিবেশক হিসেবে দেশের বাজারে ল্যাপটপগুলে বাজারজাত করবে। সংবাদ বিজ্ঞপ্তি।