সর্বশেষ সংবাদ
ঢাকা, জানুয়ারী ১০, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ১২ জুলাই ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » ফেসবুকের মাধ্যমে চালু হচ্ছে সোস্যাল ব্যাংকিং
প্রথম পাতা » আইসিটি আপডেট » ফেসবুকের মাধ্যমে চালু হচ্ছে সোস্যাল ব্যাংকিং
৬১৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ১২ জুলাই ২০১২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফেসবুকের মাধ্যমে চালু হচ্ছে সোস্যাল ব্যাংকিং

ফেসবুকের মাধ্যমে চালু হচ্ছে সোস্যাল ব্যাংকিংফেসবুকের মাধ্যমে গ্রাহককে লেনদেনসুবিধা দিতে যাচ্ছে অস্ট্রেলিয়ার কমনওয়েলথ ব্যাংক (সিবিএ)। এ সেবা চালু হবে এ বছরের শেষ নাগাদ ।
সিবিএর কার্ড পেমেন্টের নির্বাহী মহাব্যবস্থাপক ডেভিড লিন্ডবার্গ বলেন, এ সেবার জন্য ব্যাংকটি একটি অ্যাপ্লিকেশন চালু করবে, যা বর্তমানে এখন পরীক্ষাধীন। নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্য গোপনীয়তার জন্য একে আরও উন্নত করার প্রক্রিয়া চলছে। লিন্ডবার্গ বলেন, সব গ্রাহকই যে ফেসবুকের মাধ্যমে লেনদেন করবেন- এমন কোনো কথা নেই। অনেক গ্রাহক সেবাটি ব্যবহার নাও করতে পারেন।

অ্যাপ্লিকেশনটির মাধ্যমে প্রায় সব ধরনের লেনদেনই করা যাবে। অন্যের কাছ থেকে অর্থ সংগ্রহ করা যাবে এর মাধ্যমে। সব কাজ করা যাবে সামাজিক যোগাযোগের সাইটটিতে বসেই। সেবাটির মাধ্যমে গ্রাহক তার স্টেটমেন্টও দেখতে পাবেন। আশা করা হচ্ছে, ডিসেম্বরের মধ্যে পুরোদমে চালু হবে সেবাটি।

সিবিএর প্রধান বিপণন ও অনলাইন কর্মকর্তা অ্যান্ডি লার্ক বলেন, এ সেবার মাধ্যমে ব্যাংকিংয়ে আমূল পরিবর্তন আনা হচ্ছে , বিষয়টি এমন নয়। বরং যারা সুবিধামতো সেবা পেতে চান, তাদের কাজ সহজ করা হচ্ছে। সিডনি মর্নিং হেরাল্ডকে লার্ক বলেন, ‘আমারা সামাজিক জীব হিসেবে ফেসবুকে প্রবেশ করেছি, কাজেই চালু হচ্ছে সোস্যাল ব্যাংকিং।’

তিনি জানান, নিরাপত্তার বিষয়টি সবচেয়ে স্পর্শকাতর। সম্ভাব্য সব ধরনের জালিয়াতি ঠেকানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।

বিশ্লেষকরা জানান, এর ফলে ডিজিটাল অর্থের ধারণা আরও বিকশিত হবে। অস্ট্রেলিয়ার নাগরিকরা মোবাইল ব্যাংকিং ও পেপ্যালের মতো সেবাকে সাদরে গ্রহণ করছে।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ভিভো এক্স২০০ এর নজর কাড়া পাঁচ দিক
উবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫ এর অফিসিয়াল মোবিলিটি পার্টনার
ইনফিনিক্স নোট ৪০এস এর সাথে বিনামূল্যে ওয়্যারলেস চার্জার
রিয়েলমি সি৭৫ এর কার্যক্ষমতা দেখলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
বাজারে এআই সুবিধাযুক্ত স্যামসাংয়ের ‘নিও কিউএলইডি ৮কে’ টিভি
ফুডপ্যান্ডা ও সিপি ফাইভ স্টারের মধ্যে চুক্তি
এআই-ভিত্তিক চ্যাট ইঞ্জিন আনল বাংলালিংক
রিয়াদে ইউএনসিসিডি ‘সিওপি-১৬’ সম্মেলনে প্রিয়শপ
সর্বোচ্চ পারফর্মেন্সের মাইলফলক অর্জন করেছে ক্যাসপারস্কি
সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন