মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আইসিসি টুর্নামেন্টের ডিজিটাল সম্প্রচার স্বত্ব পেল টফি
আইসিসি টুর্নামেন্টের ডিজিটাল সম্প্রচার স্বত্ব পেল টফি
ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান, বাংলালিংক ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশে সকল আইসিসি টুর্নামেন্ট সম্প্রচারের ডিজিটাল স্বত্ব পেয়েছে। প্রতিষ্ঠানটির ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে আগামী ২ জুন থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্প্রচারের মাধ্যমে নতুন এই স্বত্বের কার্যক্রম শুরু হবে।
ঢাকার স্থাণীয় একটি হোটেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ডিজিটাল সম্প্রচার স্বত্বের বিষয়ে জানানো হয়, টোটাল স্পোর্টস ম্যানেজমেন্ট (টিএসএম) এর সাথে কৌশলগত চুক্তির ফলে টফি ২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠিতব্য ক্রিকেট আসরের প্রতিটি সম্প্রচার করবে। উল্লেখ্য, এই সময়ের মধ্যে বিশটি দেশের অংশগ্রহণে পুরুষদের ৭১টি ম্যাচ ও নারীদের ৯৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই আইসিসি টুর্নামেন্টগুলোর মধ্যে রয়েছে আইসিসি পুরুষ ও নারী টি-টোয়েন্টি বিশ^কাপ ২০২৪, আইসিসি পুরুষ চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫।
বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত এ প্রসঙ্গে বলেন, এই সম্প্রচার স্বত্ব লাভের ফলে টফি ও মাইবিএল সুপারঅ্যাপের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের ক্রিকেট উপভোগের সর্বোচ্চ অভিজ্ঞতা পৌঁছে দিতে চাই। একইসাথে এর মাধ্যমে তাদের ডিজিটাল লাইফস্টাইল আরও উন্নত হবে বলে আমরা আশাবাদী।
টিএসএম-এর সিইও মোঃ মইনুল হক চৌধুরী বলেন, আইসিসি ইভেন্টগুলোর পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক ক্রিকেট ইভেন্টগুলোও টফিতে স্ট্রিমিং হবে ইতোমধ্যে যেগুলোর লাইসেন্স টিএসএম কর্তৃক টফিকে দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের সিইও এরিক অস, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান ও টফি এর মার্কেটিং ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।