বুধবার ● ১১ জুলাই ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » নোয়াখালী ওয়েব এর এসএমএস নিউজ এলার্ট সার্ভিস চালু হচ্ছে
নোয়াখালী ওয়েব এর এসএমএস নিউজ এলার্ট সার্ভিস চালু হচ্ছে
প্রথমবারের মত বৃহত্তর নোয়াখালী কমিউনিটির মানুষদের জন্য এসএমএস নিউজ এলার্ট সার্ভিস চালু করতে যাচ্ছে বৃহত্তর নোয়াখালী কমিউনিটির সর্বপ্রথম অনলাইন পত্রিকা নোয়াখালী ওয়েব। এ সার্ভিস চালুর ফলে নোয়াখালী অঞ্চলের মানুষরা যারা ইন্টারনেটে নিয়মিত বসার সুযোগ পান না কিংবা যারা ইন্টারনেট ব্যবহার করেন না তারাও কমিউনিটির গুরুত্বপূর্ণ খবর এসএমএস এলার্ট এর মাধ্যমে জানতে পারবেন। গ্রামীন ফোন, রবি ও এয়ারটেল গ্রাহকরা নিবন্ধন এর মাধ্যমে প্রতিদিন এ সেবা প্রাপ্ত হবেন। পাশাপাশি বাংলালিংক ও টেলিটক গ্রাহকরা যেকোন সময় এসএমএস পাঠিয়ে সর্বশেষ সংবাদ জানতে পারবেন। কারিগরী প্রক্রিয়া শেষে সার্ভিসটি শীঘ্রই চালু হবে বলে জানিয়েছেন নোয়াখালী ওয়েব কর্তৃপক্ষ। এ ব্যাপারে নোয়াখালী ওয়েবকে কারিগরী সহায়তা দিচ্ছে এরিনা ফোন বিডি লি:। গত ৮ জুলাই রবিবার এরিনা ফোন কার্যালয়ে উভয় পক্ষের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। নোয়াখালী ওয়েব’র সম্পাদক ও প্রকাশক খালেদ সাইফুল্যাহ ও এরিনা ফোন বিডি লি: এর পরিচালক আবু তাহের মোহাম্মদ ফজলে রাব্বি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে বিস্তারিত জানতে ভিজিট করুন:www.noakhaliweb.com.bd