সোমবার ● ২২ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে টেকনোর কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ স্মার্টফোন
বাজারে টেকনোর কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ স্মার্টফোন
স্মার্টফোন ব্র্যান্ড টেকনো সম্প্রতি উদ্বোধন করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পন্ন অপারেটিং সিস্টেম (এআইওএস)। প্রচলিত মোবাইল ডিভাইস এবং আধুনিক এআই সক্ষমতার সমন্বয় ঘটিয়ে টেকনোর নতুন এই এআইওএসটি আরো অধিক সুবিধা প্রদান করবে।
গুগল এবং মিডিয়াটেকের মতো ইন্ড্রাস্ট্রি প্রতিনিধিদের সাথে কৌশলগত সমন্বয় নিশ্চিত করে মোবাইল ব্যবহার অভিজ্ঞতার বিভিন্ন স্তরে শীর্ষ পর্যায়ের কৃত্রিম বুদ্ধিমত্তার অনুপ্রবেশ নিয়ে কাজ করে যাচ্ছে টেকনো। প্রতিষ্ঠানগুলোর সাথে টেকনোর এই পার্টনারশিপ টেকনোর মোবাইল সেটগুলোতে গুগল এআই সুটসের উপস্থিতি নিশ্চিত করেছে যাতে আরো রয়েছে গুগল জেমিনি, ডুয়েট এআই এবং জিমেইল এআই সুবিধা।
সম্প্রতি বাজারে আসা স্পার্ক ২০প্রো প্লাস স্মার্টফোনটি টেকনোর এআই উদ্ভাবনী প্রচেষ্টার একটি উদাহরণ। প্রতিষ্ঠানটির এই ফ্ল্যাগশিপ ডিভাইসে রয়েছে ১০৮ মেগাপিক্সেল ধারণ ক্ষমতা সক্ষম আল্ট্রা সেনসিং মেইন ক্যামেরা এবং শক্তিশালী হেলিয়ো জি৯৯ আল্টিমেট প্রসেসর চিপসেট। কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ অরোরা ইঞ্জিন২.০ এবং ডারউইন ইঞ্জিন ২.০ ফিচারগুলো ফোনের পারফরমেন্সকে করবে আরো উন্নত। টেকনোর এই স্মার্টফোনটিতে রয়েছে এআই ওয়ালপেপার ফিচার। ব্যবহারকারী নিজে টেক্সট কমান্ড দিয়ে নিজের পছন্দমতো ওয়ালপেপার জেনারেট করে নিতে পারেন।
টেকনোর এআই উদ্যোগটি শুধু হার্ডওয়্যার উদ্ভাবনেই সীমাবদ্ধ নেই। এতে রয়েছে বহুভাষা সমৃদ্ধ ‘এলা’ নামক একটি ব্যক্তিগত এআই এসিস্টেন্ট সফটওয়্যার। এই সফটওয়্যারটি ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরো বেশি দক্ষ এবং অন্তর্ভুক্তি নিশ্চিত করে। এর এআই পোট্রেইট ইনহ্যানসার এবং এআই ইরেজার ফিচারগুলো ফটোগ্রাফির নান্দনিক ধারণাকে নতুন করে সংজ্ঞায়িত করেছে। সংবাদ বিজ্ঞপ্তি।