সোমবার ● ২২ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ২৬ এপ্রিল থেকে শুরু হচ্ছে শার্ক ট্যাংক বাংলাদেশ
২৬ এপ্রিল থেকে শুরু হচ্ছে শার্ক ট্যাংক বাংলাদেশ
আগামী ২৬ এপ্রিল থেকে বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে বিশে^র জনপ্রিয় বিজনেস রিয়ালিটি শো ‘শার্ক ট্যাংক বাংলাদেশ’। এই শো-টি দেখা যাবে প্রতি শুক্রবার রাত ১০টায় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ ও দীপ্ত টিভিতে। ২২ এপ্রিল রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শার্ক ট্যাংক বাংলাদেশের সম্মানিত বিচারকমন্ডলী তথা শার্ক, রবি আর ভেঞ্চারের সিইও কাজী মাহবুব হাসান, স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ, বিডিজবস এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুর, অ্যাডকম হোল্ডিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফারহান চৌধুরি, এনচান্টেড ইভেন্টস অ্যান্ড প্রিন্টস-এর সিইও এবং প্রতিষ্ঠাতা সাওসান খান মঈন, গালা মেকওভার স্টুডিও ও স্যালন-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নাভিন আহমেদ, ম্যাজেস্টো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শেদ ও বিগ্লোবাল-এর সিইও স্যামুয়েল ব্রিজফিল্ড।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বঙ্গ-এর সিইও আহাদ মোহাম্মদ ভাই, সিওও ফায়াজ তাহের, রবি’র হেড অফ মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস শামীম উজ জামান, ট্যালি সলিউশনের চিফ মার্কেটিং অফিসার জয়তি সিং, প্রাইম ব্যাংকের কনজিউমার ব্যাংকিং ডিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাজিম এ. চৌধুরী সহ শার্ক ট্যাংক বাংলাদেশের সকল পার্টনাররা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রায় ২০০০টিরও বেশি কোম্পানি যাচাই বাছাই করে বহুল প্রত্যাশিত এই শো-টি আগামী ২৬ এপ্রিল রাত ১০টা থেকে প্রতি শুক্রবার বঙ্গ-তে ও দীপ্ত টিভিতে একসাথে সম্প্রচারিত হতে যাচ্ছে। এ প্রসঙ্গে বঙ্গ-এর সিইও আহাদ মোহাম্মদ ভাই বলেন, এক দশকেরও বেশি সময় ধরে শার্ক ট্যাংক আমার প্রিয় একটি শো। বাংলাদেশে ‘শার্ক ট্যাংক’ আনতে পেরে আমরা অত্যন্ত গর্বিত।
শার্ক ট্যাংক বাংলাদেশের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে রবি, পাওয়ারড বাই স্পন্সর স্টার্টআপ বাংলাদেশ, ব্যাংকিং পার্টনার প্রাইম ব্যাংক, কো-স্পন্সর ট্যালি সলুশনস, ¯œ্যাকস পার্টনার অলিম্পিক ফুডি ইন্সট্যান্ট নুডলস, বেভারেজ পার্টনার সানকুইক, ওয়ারড্রোব পার্টনার ইয়োলো বাই বেক্সিমকো, স্টাইল পার্টনার ক্লথ স্টুডিও, গিফট পার্টনার মিনিসো, হসপিটালিটি পার্টনার হলিডে ইন, সিকিউরিটি পার্টনার ইউরো ভিজিল সিকিউরিটি সার্ভিস, ফটোগ্রাফি পার্টনার র এক্সপোজার, ব্যাক স্টোরি পার্টনার লাইভ টু ওয়েব, রেস্টুরেন্ট পার্টনার চাওস এবং পিআর পার্টনার হিসেবে রয়েছে কনসিটো। অনুষ্ঠান তৈরিতে সহায়তা করছে রেড ডট কমিউনিকেশন। সংবাদ বিজ্ঞপ্তি।