সর্বশেষ সংবাদ
ঢাকা, মার্চ ১০, ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ২২ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বেসিস নির্বাচনে ৩টি প্যানেলে প্রার্থী ৩৩ জন
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বেসিস নির্বাচনে ৩টি প্যানেলে প্রার্থী ৩৩ জন
৩৬০ বার পঠিত
সোমবার ● ২২ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেসিস নির্বাচনে ৩টি প্যানেলে প্রার্থী ৩৩ জন

মোহাম্মদ কাওছার উদ্দীন

---দেশের সফটওয়্যার খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ২০ এপ্রিল বিকেল পাঁচটায় ১১টি পদের জন্য ৩৩ প্রার্থীর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন পরিচালনা কমিটি। এবারের নির্বাচনে মোট ৪১ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে ১৭ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৮ জন প্রার্থী মনোনয়স পত্র প্রত্যাহার করে নেন। ৩৩ জন প্রার্থী মূলত তিনটি প্যানেলে ভাগ হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২২ এপ্রিল বিকেল পাঁচটায় রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে প্রার্থী পরিচিতি সভার আয়োজন করেছে নির্বাচন বোর্ড।

বেসিসের বর্তমান সভাপতি রাসেল টি আহমেদের নেতৃত্বে গঠিত হয়েছে ‘ওয়ান টিম’ প্যানেল। এই প্যানেলের অন্য প্রার্থীরা হচ্ছেন সাধারণ সদস্য শ্রেণিতে উত্তম কুমার পাল, দিদারুল আলম, রাশিদুল হাসান, এ কে এম আহমেদুল ইসলাম, ইকবাল আহমেদ ফখরুল হাসান, এম আসিফ রহমান, কে এ এম রাশেদুল মাজিদ এবং সৈয়দ আবদুল্লাহ জায়েদ (সহযোগী), বিপ্লব ঘোষ (অ্যাফিলিয়েট) ও সৈয়দ মোহাম্মদ কামাল (আন্তর্জাতিক)।

অ্যাডভান্সড ইআরপির মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে গঠিত ‘টিম স্মার্ট’ প্যানেলের অন্য প্রার্থীরা হচ্ছেন সাধারণ সদস্য শ্রেণিতে মোহাম্মদ রিসালাত সিদ্দিকী, লিয়াকত হোসেইন, মীর শাহরুখ ইসলাম, এ এস এম রফিক উল্লাহ, মঞ্জুরুল আলম, সৈয়দা নওশাদ জাহান, নিয়াজ মোর্শেদ এবং আরমান আহমেদ খান (সহযোগী), লুতফি হায়দার চৌধুরী (অ্যাফিলিয়েট) ও এ এইচ এম হাসিনুল কুদ্দুস (আন্তর্জাতিক)।

‘টিম সাকসেস’ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন ফ্লোরা টেলিকমের মোস্তাফা রফিকুল ইসলাম। এই প্যানেলের অন্য প্রার্থীরা হলেন সাধারণ সদস্য শ্রেণিতে তৌফিকুল করিম সুহৃদ, মোহাম্মদ আমিনুল্লাহ, মো. শহিবুর রহমান খান, ফারজানা কবির, মো. শফিউল আলম, ইমরান হোসেন, সৈয়দা নাফিসা রেজা এবং এন এম রাফসান জানি (সহযোগী), আবদুল আজিজ (অ্যাফিলিয়েট) ও আবু মুহাম্মদ রাশেদ মজিদ (আন্তর্জাতিক)।

এবারের নির্বাচনে ভোটার হয়েছেন ১ হাজার ৪৬৪ জন। তাদের মধ্যে সাধারণ সদস্য শ্রেণিতে ৯৩২ জন, সহযোগী ৩৮৯ জন, অ্যাফিলিয়েট ১৩৪ জন ও আন্তর্জাতিক সদস্য শ্রেণিতে ৯ জন ভোটার রয়েছেন।

১১ সদস্যের কার্যনির্বাহী পরিষদে সাধারণ সদস্য শ্রেণি থেকে ৮ জন এবং সহযোগী, অ্যাফিলিয়েট ও আন্তর্জাতিক সদস্য শ্রেণি থেকে ১ জন করে নির্বাচিত হবেন। আগামী ৮ মে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে বেসিস নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিনই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

উল্লেখ্য, নির্বাচন পরিচালনার জন্য টি আই এম নুরুল কবীরকে চেয়ারম্যান এবং সৈয়দ মামনুন কাদের ও নাজিম ফারহান চৌধুরীকে সদস্য করে ৩ সদস্যের নির্বাচন বোর্ড গঠন করা হয়েছে। নির্বাচনে তিন সদস্যের আপিল বোর্ডও গঠন করা হয়েছে। আপিল বোর্ডের চেয়ারম্যান এ তৌহিদ এবং সদস্য আবদুল্লাহ এইচ কাফি ও নাজনীন কামাল।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রমজান উপলক্ষে মাস্টারকার্ড দিচ্ছে বিশেষ ছাড়
হুয়াওয়ের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
বাজারে রিভো’র দুটি ইলেকট্রিক বাইক
রমজান উপলক্ষ্যে পাঠাও এর বিশেষ ক্যাম্পেইন
বেস্ট ফিনটেক ইনোভেশন অ্যাওয়ার্ড পেল বিকাশ ও হুয়াওয়ে
এডাব্লিউএস ক্লাউড ইঞ্জিনিয়ারদের জন্য জাপানে ক্যারিয়ারের সুযোগ
বাংলাদেশের বাজারে কিউডি’র ওয়াইফাই ৭ রাউটার
ফ্রিল্যান্সারদের উদ্যোক্তা হবার প্রশিক্ষণ দিবে বাক্কো
বাজারে আসছে নতুন স্মার্টফোন ‘অপো এ৫ প্রো’
দারাজের বিশেষ শপিং চ্যানেল ‘চয়েস’ চালু