সোমবার ● ১৫ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলালিংক, বার্জার ও এশিয়াটিক এর আয়োজনে বিশ্বের দীর্ঘতম আলপনা
বাংলালিংক, বার্জার ও এশিয়াটিক এর আয়োজনে বিশ্বের দীর্ঘতম আলপনা
বাঙালী সংস্কৃতিকে উদযাপন করতে ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক বিশ্বের সবচেয়ে বড় আলপনা এঁকেছে। বার্জার ও এশিয়াটিকের সাথে যৌথ উদ্যোগে এই বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়িত হয়েছে।
গত ১৩ এপ্রিল ঢাকার মানিক মিয়া এভিনিউতে এই আনন্দযজ্ঞের উদ্বোধন করেছেন স্পীকার ড. শিরীন শারমিন চৌথুরী। সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খুলনা শিববাড়ি মোড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল উদ্দিনের উদ্বোধনের মাধ্যমে আলপনা আঁকা হয়েছে। কিশোরগঞ্জের মিঠামইনে ১৪ কিলোমিটার দীর্ঘ আলপনা এঁকে বাংলাদেশ ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিশাল এই কর্মযজ্ঞে তুলির আঁচড় দিয়েছেন।
জুনাইদ আহমেদ পলক সমন্বিত এই উদ্যোগের প্রশংসা করে বলেন, কোভিড-১৯ এর বিরতির পর পহেলা বৈশাখের আলপনার উৎসব আবার ফিরে আসায় বাঙ্গালী চেতনার উদযাপন আবার তার চেনা রুপ লাভ করেছে। আয়োজকদের প্রতি তিনি এমন আয়োজন অব্যাহত রাখার আহবান জানান।
বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, দেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব পহেলা বৈশাখ। বাংলালিংকের এই আয়োজন ভবিষ্যত প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি ও দেশীয় উৎসবকে তুলে ধরার একটি প্রয়াস।
এশিয়াটিক থ্রি সিক্সটি এর গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ইরেশ জাকের আলপনায় বৈশাখ উৎসবের পুনর্জাগরণে আনন্দ প্রকাশ করে বলেন, দেশব্যপী বৈশাখের এই আয়োজনগুলো বাঙালি সংস্কৃতি ও সৃষ্টিশীলতার বহিঃপ্রকাশ। বাংলালিংক ও বার্জারের সাথে যৌথভাবে ‘আলপনায় বৈশাখ ১৪৩১’ আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। সংবাদ বিজ্ঞপ্তি।