সোমবার ● ১৫ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » সোনার দোকানের কর্মী দেবাশিষের দল জিতল নগদের জমি
সোনার দোকানের কর্মী দেবাশিষের দল জিতল নগদের জমি
নগদের ঘোষণা দেওয়া ক্যাম্পেইনে এবার জমি জিতে নিলেন নড়াইলের সোনার দোকানের কর্মী দেবাশিষ ভৌমিক ও তার দল। এই দলে আরও ছিলেন পিন্টু ভৌমিক ও সোমা ভৌমিক। সম্প্রতি প্রবাসী পল্লী গ্রুপের প্রজেক্টে এই জমি হস্তান্তর করেন জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। নড়াইল থেকে নগদের ডেপুটি চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সোলায়মানের সাথে হেলিকপ্টারে উড়ে এসে এই জমি গ্রহণ করেন দেবাশিষরা।
ক্যাম্পেইনের প্রথম জমি জিতেছিলেন পোশাক শ্রমিক রাসেল আহমেদ, মোহাম্মদ রুবেল ও মোহাম্মদ রাজীব। দ্বিতীয় জমি জিতে নিলেন নড়াইলের দেবাশিষ ভৌমিক ও তার দল। দেবাশিষ ও পিন্টু পেশায় স্বর্ণের দোকানের শ্রমিক। আর সোমা ভৌমিক গৃহিণী। দলনেতা দেবাশিষ নগদ ওয়ালেট ব্যবহার করে মাত্র ১০০ টাকা মোবাইল রিচার্জ করার ফলে দল গঠনের জন্য যোগ্য হন। এরপর তিনি পিন্টু ও তার স্ত্রী সোমাকে নিয়ে দল গঠন করেন। তিনজনই ক্যাম্পেইন জুড়ে নিয়মিত লেনদেন করেছেন।
ঢাকা থেকে ভাড়া করা হেলিকপ্টারে করে নড়াইল থেকে পূর্বাচলে আনা হয় জমি বিজয়ী তিনজন এবং পিন্টুর কন্যা পূর্ণতা ভৌমিককে। হেলিকপ্টারে উঠতে পেরেই যারপরনাই উচ্ছ্বসিত ছিলেন তিনজন। এরপর প্রবাসী পল্লীতে তাদের সাথে গল্প করে তাদেরকে নির্ধারিত প্লটে নিয়ে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ।
দলনেতা দেবাশিষ বলেন, ‘আমি ভিডিওতে দেখেছিলাম যে, নগদে লেনদেন করে ও দল গঠন করে জমি জেতা সম্ভব। ততোটা বিশ্বাস করিনি। তবে যেহেতু আমি নগদ গ্রাহক, তাই শখের বসেই দল করেছি। এখন মনে হচ্ছে স্রষ্টা নিজে নগদকে দিয়ে আমাদের স্বপ্নপূরণ করেছেন।’
ক্যাম্পেইনে অংশ নিতে গ্রাহককে প্রথমে নগদে কমপক্ষে ৫০০ টাকা লেনদেন অথবা কমপক্ষে ১০০ টাকার মোবাইল রিচার্জ কিংবা ব্যাংক থেকে নগদে ১০০০ টাকা অ্যাড মানি করতে হবে। তারপর ব্যবহারকারী এই ক্যাম্পেইনে অংশ নেওয়ার উপযুক্ত হয়েছেন বলে একটি বার্তা পাবেন। সেক্ষেত্রে তাকে নগদ অ্যাকাউন্ট আছে এমন তিনজনের একটি দল গঠন করতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি।