বুধবার ● ১১ জুলাই ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » বন্ধ ফোন কোম্পানির অকেজো রিচার্জ কার্ডের টাকা ফেরতের দাবি
বন্ধ ফোন কোম্পানির অকেজো রিচার্জ কার্ডের টাকা ফেরতের দাবি
সরকারি নীতিমালা লঙ্ঘনের দায়ে বন্ধ পিপলস টেল, ন্যাশনাল ও ঢাকা ফোনের অকেজো লাখ লাখ টাকার রিচার্জ কার্ডের টাকা ফেরত দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশন। জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধনে এ দাবি জানান তারা।
১১ দফা দাবি তুলে ধরেন সংগঠনের প্রধান উপদেষ্টা ড. সোহেল আল বেরুনি। দাবির মধ্যে রয়েছে রিচার্জে কমিশন ২৭ টাকার পরিবর্তে ১০০ টাকা করা। রিচার্জের পদ্ধতি আরো উন্নত ও সহজ করা। রিচার্জের সিমে জামানত বাধ্যতামূলক বন্ধ করা। আরো বক্তব্য দেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলু, সাধারণ সম্পাদক এইচ এম বদরুদ্দোজা, সহ-সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।