বৃহস্পতিবার ● ৭ জুলাই ২০১১
প্রথম পাতা » প্রধান সংবাদ » দেশীয় এ৪ সাইজের বসুন্ধরা অফসেট কাগজ
দেশীয় এ৪ সাইজের বসুন্ধরা অফসেট কাগজ
কম্পিউটার প্রিন্ট, অফিস ও ছাত্রছাত্রীদের ব্যবহারের জন্য দেশে তৈরী এ৪ সাইজের অফসেট কাগজ বাজারজাত করছে বসুন্ধরা পেপারস মিলস লিঃ । বর্তমান সরকারে ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গঠনে এ পণ্য বলিষ্ট ভূমিকা রাখবে বলে আশা পোষন করেন বসুন্ধরা গ্র”পের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান । কাগজের গুনগত মান সম্পর্কে তিনি বলেন, বিদেশী যে কোন কাগজের তুলনায় এই পণ্য অনেক ভাল এবং ইউজার ফ্রেন্ডলি। এই কাগজ অটোমেটিক প্যাকেজিং মেশিনে প্রস্তুত করা হয়।
এই অফসেট কাগজ প্রস্তুতের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, বসুন্ধরা গ্র”পের শ্লোগান হলো ‘দেশ ও জাতির জন্য’। দেশে কিছু বিদেশী এ৪ সাইজের অফসেট কাগজ রয়েছে যার দাম বেশী। আবার অনেক সময় প্যাকেটে সিটের সংখ্যা কম থাকে, এতে দেশের মানুষ প্রতারিত হয়। অন্যদিকে এই কাগজ আমদানী শুল্ক ফাঁকি দিয়ে আনা হয় যাতে দেশের ক্ষতি হচ্ছে। তিনি বলেন, বর্তমান গনতান্ত্রিক সরকারের ডিজিটাল বাংলাদেশের জন্য সফ্টওয়ার, হার্ডওয়্যার ও নেটওয়াকিং সেক্টর খুবই গুরুত্বপূর্ণ। এই সেক্টরের সবাই তাদের শিক্ষায়, গবেষনায় কিম্বা পরিকল্পনায় এ৪ সাইজের কাগজ ব্যবহার করে থাকে।
বিভিন্ন ধরনের ক্রেতাদের ক্ষেত্রে বিশেষ করে ছাত্রদের ক্রয় ক্ষমতা কম থাকায় ৮০ গ্রাম ১০০ সিটের প্যাকেট করা হয়েছে যার মূল্য ৫৫ টাকা আর ৫০০ সিটের প্যাকেটের মূল্য ২৫০ টাকা। তিনি বলেন ডিষ্ট্রিবিউটর অথবা বড় অর্ডারের ক্ষেত্রে নিজ দায়িত্বে কাগজ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। এছাড়া ডট মেট্রিক্স প্রিন্টারের জন্য বসুন্ধরা কার্বন লেস কাগজও বাজারজাত করা হচ্ছে। উল্লেখ্য বসুন্ধরা এ৪ সাইজ কাগজ ছাড়াও বর্তমানে এ৩, এ৫ সাইজের কাগজ পাওয়া যাচ্ছে। ক্রেতাদের বিশেষ অনুরোধে ৭০ গ্রাম ও ৮০ গ্রাম কাগজ সরবরাহ করা হচ্ছে।
তিনি বলেন, চাহিদার মাত্রা বেড়ে যাওয়ার কারনে নতুন মেশিন স্থাপন করা হচ্ছে। আগামী মাস থেকে বর্তমানের চেয়ে তিনগুন কাগজ উৎপাদন করা যাবে।
তিনি বলেন, আমরা শ্রীলংকা, ভুটান, নেপাল ও ভারতে কাগজ রূপতানি করে থাকি, এই রূপতানির পরিধি ও হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।