রবিবার ● ৩১ মার্চ ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ব্র্যাককে ডিজিটাল সেবা দিবে বাংলালিংক
ব্র্যাককে ডিজিটাল সেবা দিবে বাংলালিংক
ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ও বেসরকারি সংস্থা ব্র্যাকের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ব্র্যাকের কর্মীরা বাংলালিংকের বিভিন্ন সুবিধা যেমন কর্পোরেট সংযোগ, এসএমএস ব্রডকাস্ট, এবং দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ. তানজিন ও ব্র্যাকের অপারেশন্স ডিরেক্টর রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন (অবঃ) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বাংলালিংকের হেড অফিসে এই চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ. তানজিন বলেন, ব্র্যাকের মতো একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থার সাথে যৌথ উদ্যোগে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই চুক্তির ফলে, ব্র্যাকের কর্মীরা বিশেষায়িত ডিজিটাল সেবা উপভোগ করতে পারবেন, যা তাদের ডিজিটাল অভিজ্ঞতার মান বহুগুণ বাড়িয়ে দেবে।
ব্র্যাকের অপারেশন্স ডিরেক্টর রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন (অবঃ) বলেন, বাংলালিংকের সাথে যৌথ উদ্যোগের অংশীদার হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। কর্মীদের প্রতি আমাদের উদ্ভাবনী ডিজিটাল সেবা প্রদানের অঙ্গিকার এই উদ্যোগের ফলে শক্ত ভিত্তি পেয়েছে। বাংলালিকের ডিজিটাল সেবার মাধ্যমে ব্র্যাকের কর্মীরা কর্মক্ষেত্রে উন্নত সংযোগ উপভোগ করতে পারবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের টেলিকম ম্যানেজার ইঞ্জিনিয়ার এমডি. মনিরুল ইসলাম, বাংলালিংকের হেড অফ স্ট্র্যাটেজিক বিজনেস (এন্টারপ্রাইজ বিজনেস) এস এম সামসুর রহমান, সেলস প্ল্যানিং এন্ড অপারেশন (এন্টারপ্রাইজ বিজনেস) মোহাম্মদ আহসান হাবীব ও কর্পোরেট একাউন্ট ম্যানেজার (এন্টারপ্রাইজ বিজনেস) ফারহাদ হোসাইন বাপ্পি। সংবাদ বিজ্ঞপ্তি।