বুধবার ● ১১ জুলাই ২০১২
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » গ্যালাক্সি এসথ্রি বিস্ফোরিত হওয়ার পেছনে কোনো কারিগরি ত্রুটি নেই : স্যামসাং
গ্যালাক্সি এসথ্রি বিস্ফোরিত হওয়ার পেছনে কোনো কারিগরি ত্রুটি নেই : স্যামসাং
গ্যালাক্সি এসথ্রি বিস্ফোরিত হওয়ার পেছনে কোনো কারিগরি ত্রুটি নেই। বাহ্যিক তাপের কারণে স্মার্টফোনটি বিস্ফোরিত হয়েছে। আয়ারল্যান্ডে স্মার্টফোনটি বিস্ফোরিত হওয়ার পর এ নিয়ে তদন্ত করে স্যামসাং। পরে প্রতিষ্ঠানটি এক ব্লগে এ তথ্য জানায়। খবর রয়টার্সের।
বর্তমানে বিশ্বের শীর্ষ স্মার্টফোন বিক্রেতা প্রতিষ্ঠান স্যামসাং। বাজারে স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের সর্বশেষ সংস্করণ এসথ্রি আসার পর সেটি কিনেছিল আয়ারল্যান্ডের এক ব্যক্তি। গাড়ি চালানোর সময় হঠাত্ করেই তার স্মার্টফোনটি বিস্ফোরিত হয়েছে বলে এক ব্লগ পোস্টে জানিয়েছিলেন তিনি। এরপর বিষয়টি নিয়ে প্রচুর সমালোচনা হয়।
পরে ব্রিটেনের ফায়ার ইনভেস্টিগেশনের (এফআই ইউকে) সঙ্গে যৌথভাবে এক তদন্ত করে স্যামসাং। তদন্তের পর তারা বিবৃতিতে জানায়, কোনো কারিগরি ত্রুটির কারণে স্মার্টফোনটি বিস্ফোরিত হয়নি। বাইরে থেকে আসা অতিরিক্ত তাপের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। গত মাসের শেষের দিকে স্মার্টফোনটি বাজারে আসে।
ডাবলিনে যে ব্যক্তির স্মার্টফোন বিস্ফোরিত হয়, তিনি এক ব্লগ পোস্টে লিখেছিলেন, ‘আমি গাড়ি চালাচ্ছিলাম। ড্যাশবোর্ডে রাখা ছিল গ্যালাক্সি এসথ্রি। আচমকা এটি বিস্ফোরিত হয়।’
পরবর্তী সময়ে স্যামসাং এফআই ইউকেকে বিষয়টি নিয়ে তদন্ত করতে বলে। সে সময় গ্যালাক্সি এসথ্রির কিছু স্মার্টফোন ও বিস্ফোরিত হওয়া স্মার্টফোনটি এফআইইউকেকে দেয় স্যামসাং।
তদন্ত প্রতিবেদনের বক্তব্য অনুযায়ী, কেবল একটি মাইক্রোওয়েভের মধ্যে অনেকক্ষণ রাখা হলেই স্মার্টফোনটি বিস্ফোরিত হতে পারে। এ ছাড়া এটির আচমকা বিস্ফোরিত হওয়ার কোনো কারণ নেই।