শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ইচেলন টপ ১০০ এশিয়া প্যাসেফিক ২০২৪ এ শীর্ষ ২৬ স্টার্টআপে প্রিয়শপ
ইচেলন টপ ১০০ এশিয়া প্যাসেফিক ২০২৪ এ শীর্ষ ২৬ স্টার্টআপে প্রিয়শপ
বিটুবি মার্কেটপ্লেস প্রিয়শপ ইচেলন টপ ১০০ এশিয়া প্যাসেফিক (এপিএসি) ২০২৪-এ শীর্ষ ২৬টি স্টার্টআপের মধ্যে নির্বাচিত হয়েছে। ইচেলন টপ ১০০ হলো একটি কিউরেটেড স্টার্টআপ গ্রোথ প্রোগ্রাম যা দক্ষিণ-পূর্ব এশিয়ার স্টার্টআপদের আঞ্চলিক দৃশ্যমানতা, অর্থায়নের সুযোগ, মেন্টরশিপ এবং ব্যবসায়িক ম্যাচিং প্রোগ্রামগুলোতে অ্যাক্সেস দেয়।
এই সাফল্য সম্পর্কে প্রিয়শপের সহ-প্রতিষ্ঠাতা এবং সিএমও দীপ্তি মন্ডল বলেন, ইচেলন টপ ১০০ এপিএসি ২০২৪-এ শীর্ষ ২৬ স্টার্টআপের মধ্যে স্থান পাওয়া আমাদের এবং বাংলাদেশ স্টার্টআপ সম্প্রদায়ের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক। এই স্বীকৃতি ক্ষুদ্র উদ্যোক্তাদের সমর্থন করার জন্য আমাদের লক্ষ্যকে আরও এগিয়ে নিতে অনুপ্রাণিত করবে। সংবাদ বিজ্ঞপ্তি।