মঙ্গলবার ● ১০ জুলাই ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » রাইট থ্রি পুরস্কার পেলেন ১২ নাগরিক সাংবাদিক
রাইট থ্রি পুরস্কার পেলেন ১২ নাগরিক সাংবাদিক
ইন্টারনেট ভিত্তিক ‘রাইট থ্রি নাগরিক সাংবাদিকতা প্রতিযোগিতা-২০১১’র পুরস্কার বিতরণী গত ৭ জুলাই শনিবার হয়ে গেল রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবন মিলানায়তনে। বেসরকারি সংস্থা ডি.নেট, পিএসটিসি, এমসিসি যৌথ উদ্যোগে রাইট থ্রি নামে একটি ওয়েবসাইটে এই প্রতিযোগিতা আয়োজন করে।
সারাদেশ থেকে নাগরিকরা প্রতিযোগিতায় অংশ নেন। রাইট থ্রি ওয়েবসাইটে যারা লেখা পাঠিয়েছেন তাদের জন্য একটি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। ওয়েবসাইটে পাঠানো লেখাগুলো তিনজন বিচারক পরীক্ষা-নীরিক্ষা শেষে ফল ঘোষণা করেন। এখানে উল্লেখ্য, রাইট থ্রি প্রশিক্ষণে যারা অংশ নেননি। তাদের পাঠানো লেখাও এই প্রতিযোগিতায় স্থান পেয়েছে।
চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে বিজয়ীরা হচ্ছেন প্রথম স্থান অধিকারী চারজন বিজয়ী যথাক্রমে এস এম নাজমুল হক ইমন, গোলাম রব্বানী সৌরভ, মো. ইব্রাহিম আলী ও শাহজাহান আলী বিপাশ।
দ্বিতীয় স্থান অধিকারী তিনজন যথাক্রমে নেলী আফরিন, সালমা বেগম, সৈয়দ তৌফিক উল্লাহ এবং তৃতীয় স্থানে ৫ বিজয়ী হলেন আবদুল হাদী, আলপনা বেগম, গাজী মনছুর আজিজ, মো. ইনতেহাজ মিয়া ও শিরিনা আফরোজ।
শনিবার বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কারের চেক তুলে দেন ডি.নেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হান। পুরস্কার বিতরণের আগে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বেসরকারি টিভি চ্যানেল ৭১’র হেড অব আউটপুট শাকিল আহমদ ও চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক মীর মাসরুর জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নাগরিক সাংবাদিকতা হলো মূলধারার সাংবাদিকতা থেকে একটি ভিন্ন ধারার সংবাদ পরিবেশন। এই প্লাটফর্মে যে কেউ লিখতে পারেন বা মুঠোফোনের মাধ্যমে ভিডিও ফুটেজ বা স্থির চিত্র তুলে তাৎক্ষণিক এসএমএস করে কোন ঘটনা প্রকাশ করতে পারবেন। রাইট থ্রি সবার জন্য এই ভিন্ন ধারার সাংবাদিকতার সুযোগ করে দিয়েছে। এ থেকে দেশে হাজার হাজার সাংবাদিক তৈরি হবে বলে বক্তারা বলেন।