মঙ্গলবার ● ২৬ মার্চ ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিসিএস নির্বাচনের ভোট গ্রহন ৩ এপ্রিল
বিসিএস নির্বাচনের ভোট গ্রহন ৩ এপ্রিল
বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ও শাখা কমিটি সমূহের নির্বাচনের ভোট গ্রহণ আগামী ৩ এপ্রিল, ২০২৪ বুধবার অনুষ্ঠিত হবে। নির্বাচন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানীর মিন্টু রোডস্থ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
২০২৪-২৬ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটিতে ৭টি পরিচালক পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীগণ হলেন সিএন্ডসি ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ইঞ্জি. সুব্রত সরকার, স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান মো. রাশেদ আলী ভূইয়া, সাউথ বাংলা কম্পিউটারের স্বত্বাধিকারী মো. কামরুজ্জামান ভূইয়া, মিজান ট্রেডের স্বত্বাধিকারী আনিসুর রহমান, মাইক্রোসান সিস্টেমসের স্বত্বাধিকারী এস এম ওয়াহিদুজ্জামান, টেক হিলের স্বত্বাধিকারী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, টেকনো প্ল্যানেট সিস্টেমস এর স্বত্বাধিকারী মো. মনজুরুল হাসান, নেওয়াজ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী এইচ এম শাহ নেওয়াজ এবং এশিয়াকমের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল জলিল।
রংপুর শাখা কমিটির নির্বাচনে ১৪ জন এবং সিলেট শাখা কমিটি নির্বাচনে ১১ জন প্রার্থী থাকায় কার্যনির্বাহী কমিটির পাশাপাশি একই সময়ে বিসিএসের রংপুর ও সিলেট শাখা কমিটি নির্বাচনের ভোট গ্রহণও অনুষ্ঠিত হবে। বিসিএসের মোট ১১টা শাখার মধ্যে বাকি ৯টি শাখায় ৭ জন করে প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। নির্বাচনের ভোট গ্রহণের পরে একই দিনে ভোট গণনা, ফলাফল প্রকাশ ও নির্বাচিত প্রার্থীদের মধ্যে পদ বন্টনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে বিসিএস এর ভোটার সংখ্যা ২১৫০।
এর মধ্যে গত ২০ মার্চ নির্বাচন বোর্ড এবং নির্বাচন আপীল বোর্ড পুনর্গঠন করা হয়েছে। নতুন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এক্সেল ইনটেলিজেন্স সলিউশন লিমিটেডের নির্বাহী পরিচালক বীরেন্দ্র নাথ অধিকারী। সদস্য হিসেবে আছেন সাইবার কমিউনিকেশনের প্রধান কার্যনির্বাহী মো. নাজমুল আলম ভুঁইয়া (জুয়েল) এবং কম্পিউটার আর্কাইভস এর স্বত্বাধিকারী মো. আমির হোসেন।
নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন এডভান্সড কম্পিউটার টেকনোলজি’র (এসিটি) স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার চৌধুরী মো. আসলাম। ম্যাসিভ কম্পিউটারস এর প্রধান কার্যনির্বাহী শেখ মুসা কামাল মিহির এবং বিজনেসল্যান্ড লিমিটেডের পরিচালক মো. হামিদ উল্লাহ খান আপীল বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার জানান, বর্তমান কমিটির মেয়াদ ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত ছিলো। উদ্ভুত পরিস্থিতিতে বাণিজ্য মন্ত্রণালয় বর্তমান কমিটির মেয়াদ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছে।