মঙ্গলবার ● ১০ জুলাই ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » বিআইটিএম-এর মাধ্যমে সফ্টওয়্যার ও আইটিইএস কোম্পানিগুলোর কৌশলগত দক্ষতা বৃদ্ধি করবে বেসিস (ভিডিও)
বিআইটিএম-এর মাধ্যমে সফ্টওয়্যার ও আইটিইএস কোম্পানিগুলোর কৌশলগত দক্ষতা বৃদ্ধি করবে বেসিস (ভিডিও)
বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবছর উত্তীর্ন বিপুল সংখ্যক কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েটদের তথ্য প্রযুক্তি শিল্পের উপযোগী দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে ৯ জুলাই বেসিস ইন্সটিটিউট অব টেকনোলজি এন্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম) প্রজেক্ট-এর আনুষ্ঠানিক উদ্বোধন করে বেসিস।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসিস সভাপতি মাহবুব জামান।
বিআইটিএম-এর মাধ্যমে সফ্টওয়্যার ও আইটিইএস কোম্পানিগুলোকে সার্টিফিকেশনে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া, উর্ধতন এবং মধ্যম পর্যায়ের ব্যবস্থাপকদের জন্য বিশেষ কৌশলগত এবং ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে তাদের ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধিতে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বক্তাগণ তুলে ধরেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, এমপি বলেন (ভিডিও)
বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান ও প্রতিমন্ত্রী অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী বলেন (ভিডিও)
বিশেষ অতিথি ইউনিভার্সিটি অব এশিয়া-প্যাসিফিক এর উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী বলেন (ভিডিও)
স্বাগত বক্তব্যে বেসিস-এর মহাসচিব ফোরকান বিন কাশেম বলেন (ভিডিও)
বিআইটিএম এর ওপর একটি তথ্যভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন বেসিস এর সিনিয়র সহ-সভাপতি এ কে এম ফাহিম মাশরুর (ভিডিও)
এবং বিশিষ্ট তথ্য প্রযুক্তি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এবং বিআইটিএম বিষয়ক পরামর্শক মিস ড্যানিয়েল ল্যালোন্ডি (ভিডিও)