সোমবার ● ২৫ মার্চ ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশে অপোর ১০ বছরপূর্তি
বাংলাদেশে অপোর ১০ বছরপূর্তি
অপো বিশ্বব্যাপী ২০ বছরপূর্তি উদযাপনের পাশাপাশি বাংলাদেশে ১০ বছর পূর্তির ঘোষণা দিয়েছে। উদযাপনের অংশ হিসেবে অপো এ৩৮ (৪জিবি) এর একই দামে বেশি ফিচারের এ৩৮ (৬জিবি) নিয়ে এসেছে। এর ফলে ব্যবহারকারীরা বাড়তি খরচ ছাড়াই আরও উন্নত সব সুবিধা উপভোগ করতে পারবেন। এতে রয়েছে ৩৩ ওয়ার্টের সুপারভক চার্জিং, ৯০ হার্জ সানলাইট ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা। স্মার্টফোনটির মূল্য ১৫,৯৯০ টাকা।
গল্প উপস্থাপনের জন্য অপো বিশেষভাবে পরিচিত। এই ধারাবাহিকতায় এবার অপো প্রিমিয়ার করেছে ‘এভরি স্মাইল ম্যাটার্স পার্ট টু- লাভ মোর গিভ মোর’ নামের একটি ফিল্ম। আগামী ৩১ মার্চ ২০২৪ এ মুক্তি পেতে যাচ্ছে। এতে জীবনের বিশেষ মুহূর্তগুলোর সৌন্দর্যকে উদযাপন করা হয়েছে।
অপো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আবারও চুক্তিবদ্ধ হয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। গত ২৪ মার্চ ঢাকার স্থাণীয় একটি হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশে ১০ বছরপূর্তি অনুষ্ঠানে এই ঘোষণা দেয়া হয়। একই সাথে অপোর বিশেষ ঈদ ক্যাম্পেইনের ঘোষণাও দেয়া হয় অনুষ্ঠানে। এতে গ্রাহকরা কোটি টাকার পুরস্কার ও বিশেষ রিওয়ার্ড জেতার সুযোগ পাবেন। ১১ এপ্রিল ২০২৪, পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। ঈদ ক্যাম্পেইনের মধ্যে রয়েছে এক্সক্লুসিভ গিফট বক্স, বাই ওয়ান গেট ওয়ান অফার, ১০ লক্ষ টাকা মূল্যের একটি স্বপ্নের ভ্রমণ, এক্সক্লুসিভ ব্যাকপ্যাক, ইন্টারনেট ডেটা বান্ডেল, চরকি/ হৈচৈ সাবসক্রিপশন অফার।
অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং অনুষ্ঠানে বলেন, ১০ বছরপূর্তির এই বিশেষ মুহূর্তে আমরা গর্ব ও কৃতজ্ঞতার সাথে অপোর যাত্রাকে স্মরণ করছি। সংবাদ বিজ্ঞপ্তি।