সোমবার ● ২৫ মার্চ ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আইডিপি এডুকেশনের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি
আইডিপি এডুকেশনের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি
আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আইডিপি এডুকেশন বাংলাদেশের সাথে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে গ্রামীণফোন। চুক্তির আওতায় জিপিস্টার গ্রাহকদের আইইএলটিএস রেজিস্ট্রেশনে বিশেষ সুবিধা দেয়ার পাশাপাশি বিদেশে অধ্যয়নের বিষয়ে পরামর্শের জন্য অগ্রাধিকার ভিত্তিতে সেবা প্রদান করবে আইডিপি এডুকেশন বাংলাদেশ। রাজধানীর জিপি হাউজে সম্প্রতি অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের হেড অব মার্কেটিং ফারহা নাজ জামান এবং আইডিপি এডুকেশন বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর রাজিব মাহবুবুল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
সেবাগুলো উপভোগ করতে গ্রাহকদের আইইএলটিএসের জন্য “IDPIELTS” এবং বিদেশে অধ্যয়নের জন্য “IDPSTUDY” টাইপ করে ২৯০০০ নম্বরে পাঠাতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি।