রবিবার ● ২৪ মার্চ ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলার প্রেমে উইকি আলোকচিত্র প্রতিযোগিতার ফল প্রকাশ
বাংলার প্রেমে উইকি আলোকচিত্র প্রতিযোগিতার ফল প্রকাশ
আলোকচিত্রের মাধ্যমে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশে^র দরবারে তুলে ধরার প্রয়াসে এবছর প্রথমবারের মতো আয়োজিত হয়েছে উইকিমিডিয়ার আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা ‘বাংলার প্রেমে উইকি ২০২৪’। উইকিমিডিয়া বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দলের যৌথ উদ্যোগে ‘বাংলা সংস্কৃৃতি ও ঐতিহ্য সংরক্ষণ কার্যক্রমের’ অংশ হিসেবে মাসব্যাপী প্রতিযোগিতাটি আয়োজন করে ‘বাংলা উইকিমৈত্রী’। বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের উপর দৃষ্টি নিবদ্ধ করে এমন ভিন্ন-ভিন্ন বিষয়ের উপর প্রতিবছর এই প্রতিযোগিতা আয়োজিত হবে। এবাবের বিষয় ছিল ‘বাংলার রন্ধনশৈলী’।
উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, আলোকচিত্র নির্বাচনে বিচারক হিসেবে ছিলেন ভারতের আলোকচিত্রী বিশ^রূপ গাঙ্গুলী ও ফুড ব্লগার সুমিত সুরাই এবং বাংলাদেশের আলোকচিত্রী আবদুল মোমিন। প্রতিযোগিতায় ২১২ জন অংশগ্রহণকারী মোট ২ হাজার ১১৮টি ছবি জমা দিয়েছেন। বিচারকরা তিনটি ধাপে পর্যালোচনা করে সেরা ১০টি আলোকচিত্র নির্বাচন করেন।
আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন সোহেল। অন্যদিকে মুন্নি আক্তার মিমের তিনটি ছবি আছে যথাক্রমে দ্বিতীয়, সপ্তম ও অষ্টম স্থানে, দোলন প্রভার দুইটি ছবি তৃতীয় ও নবম স্থানে এবং তাপস কুমার হালদারের দুইটি ছবি রয়েছে চতুর্থ ও ষষ্ঠ স্থানে।
প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারীকে ৩৫ হাজার টাকার সমমূল্যের পুরস্কার, ২য় স্থান অর্জনকারীকে ২৫ হাজার টাকার সমমূল্যের পুরস্কার এবং ৩য় স্থান অর্জনকারীকে ১৫ হাজার টাকার সমমূল্যের পুরস্কার প্রদান করা হবে। এছাড়া শীর্ষ ১০ জন বিজয়ীর জন্য রয়েছে সনদপত্র এবং স্যুভেনির। প্রতিযোগিতার বিজয়ী আলোকচিত্রগুলো পাওয়া যাবে: https://w.wiki/9XAb। সংবাদ বিজ্ঞপ্তি।