বৃহস্পতিবার ● ২১ মার্চ ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » পদ্মা সেতুতে বাহনের অপটিক্যাল ফাইবার
পদ্মা সেতুতে বাহনের অপটিক্যাল ফাইবার
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং এনটিটিএন সেবাদানকারী প্রতিষ্ঠান বাহন লিমিটেড পদ্মা সেতুতে অপটিকাল ফাইবার ক্যাবল নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্যে ২১ মার্চ, ২০২৪ একটি চুক্তি স্বাক্ষর করেছে। দেশের দক্ষিণাঞ্চলে ডিজিটাল বাংলাদেশের সকল সুবিধা ও দ্রুতগতির ৫জি সুবিধা পৌঁছে দেবার জন্য পদ্মা সেতুর উপর দিয়ে বহুল প্রতিক্ষিত অপটিক্যাল ফাইবার স্থাপনের মাধ্যমে রাজধানী ঢাকার সাথে দক্ষিণাঞ্চলকে সংযোগ করতে যাচ্ছে বেসরকারি এনটিটিএন বাহন লিমিটেড।
সেতু কর্তৃপক্ষের অধীন পদ্মাসেতু, সেতুর এপ্রোচ রোড ও অধিগ্রহণকৃত জমি ১৫ (পনের) বছরের লিজ চুক্তির ভিত্তিতে ব্যবহার করে বাহন লিমিটেড প্রায় ২১.৯৫ কিলোমিটার অপটিক্যাল ফাইবার স্থাপনের জন্য সেতু কর্তৃপক্ষের সাথে চুক্তি স্বাক্ষর করেছে।
চুক্তির আওতায় পদ্মা সেতুর উপর দিয়ে স্থাপিত অপটিক্যাল ফাইবার এর মাধ্যমে বাহন লিমিটেড খুলনা, বরিশাল, যশোর, গোপালগঞ্জ সহ দক্ষিণাঞ্চলের ১৭টি জেলায় বিদ্যমান অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন নেটওয়ার্কের মাধ্যমে ৫জি সেবা নিশ্চিত করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মোঃ রূপম আনোয়ার, বাহন লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা এফ এম রাশেদ আমিন (বিদ্যুত) সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।