বৃহস্পতিবার ● ২১ মার্চ ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহার বাড়াতে গ্রামীণফোন ও ইউএসএআইডি এর মধ্যে চুক্তি
পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহার বাড়াতে গ্রামীণফোন ও ইউএসএআইডি এর মধ্যে চুক্তি
বাংলাদেশে কর্পোরেট পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট (সিপিপিএ) এর একটি নীতিকাঠামো তৈরিতে একসাথে কাজ করবে গ্রামীণফোন ও ইউএসএআইডি-ব্যাজ প্রকল্পের বাস্তবায়ন অংশীদার টেট্রা টেক। গত ১৮ মার্চ প্রতিষ্ঠান দুটি এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। চুক্তিটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এবং বাংলাদেশে দ্রুত নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে বেসরকারি বিনিয়োগ এবং অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরতে সহায়ক হবে।
রাজধানীর জিপি হাউজে গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার হ্যান্স মার্টিন হেগ হেনরিকসেন এবং ইউএসএআইডি ব্যাজ প্রজেক্টের চিফ অফ পার্টি (টেট্রা টেক) এড এলরাহাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউএসএআইডি বাংলাদেশের ডেপুটি মিশন ডিরেক্টর রেন্ডি আলী, গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার জয় প্রকাশ, হেড অব সোশ্যাল ইমপ্যাক্ট ফারহানা ইসলাম এবং কোম্পানির ক্লাইমেট অ্যান্ড এনভারমেন্ট এক্সপার্ট বিপ্লব কুমার সাহা সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার হ্যান্স মার্টিন হেগ হেনরিকসেন এ সময় বলেন, ২০৩০ সালের মধ্যে ২০১৯ সালের তুলনায় কার্বন নিঃসরণ ৫০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যে কাজ করছে গ্রামীণফোন। এই লক্ষ্য অর্জনে দ্রুত সিপিপিএ নীতি কাঠামো তৈরিতে জোর দিচ্ছি আমরা। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে বাংলাদেশের রূপান্তরের যাত্রাকে ত্বরান্বিত করতে এবং বিশ্বব্যাপী ইএসজি দ্বারা পরিচালিত টেকসই ব্যবসায়িক কার্যক্রম বাড়াতে ইউএসএআইডি-ব্যাজ প্রজেক্ট এবং সরকারের সাথে সক্রিয়ভাবে কাজ করছে গ্রামীণফোন।
ইউএসএইডির ডেপুটি মিশন ডিরেক্টর রেন্ডি আলী বলেন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের পথকে আরো প্রশস্ত করার মাধ্যমে পরিবেশ-বান্ধব ভবিষ্যত গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ; যার প্রতিফলন হচ্ছে গ্রামীণফোনের সাথে এই অংশীদারিত্ব। স্থিতিশীল এবং পরিবেশ-বান্ধব বাংলাদেশ গড়ার পথে বেসরকারি খাতের এই ধরনের অংশীদারিত্ব বিশেষ ভূমিকা রাখবে এবং আমরা আশা করি, অন্যান্য কোম্পানিগুলোও এই ধরনের নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে এগিয়ে আসবে। সংবাদ বিজ্ঞপ্তি।