বুধবার ● ১৩ মার্চ ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ২০২২-২৩ অর্থবছরে ‘বিল কালেকশন অ্যাওয়ার্ড’ এ বিকাশের প্রথম স্থান অর্জন
২০২২-২৩ অর্থবছরে ‘বিল কালেকশন অ্যাওয়ার্ড’ এ বিকাশের প্রথম স্থান অর্জন
২০২২-২৩ অর্থবছরে ঢাকা ওয়াসার বিল কালেকশনে সর্বোচ্চ পরিমাণ অবদান রাখায় ‘বিল কালেকশন অ্যাওয়ার্ড’ এ প্রথম স্থান অর্জন করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। এ অর্থবছরে পানির বিল ২২২ কোটি টাকা পরিশোধ করেছেন গ্রাহকরা বিকাশের মাধ্যমে।
গত ১০ মার্চ রাজধানীর স্থানীয় একটি হোটেলে ঢাকা ওয়াসা ‘বিল কালেকশন অ্যাওয়ার্ড ২০২২-২০২৩ অর্থবছর’ শীর্ষক অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্রাহিম, অর্থসচিব ড. মোঃ খায়রুজ্জামান মজুমদার, ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সুজিত কুমার বালা এবং ঢাকা ওয়াসার এমডি ও সিইও প্রকৌশলী তাকসিম এ খান এর উপস্থিতিতে সম্মাননা পত্র ও ক্রেস্ট গ্রহণ করেন বিকাশে প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর। সংবাদ বিজ্ঞপ্তি।