রবিবার ● ৮ জুলাই ২০১২
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বসেরা সার্চ ইঞ্জিন অপটিমাইজার এবং কনটেন্ট ডেভেলপার বাংলাদেশের ডেভসটিম (ভিডিও)
বিশ্বসেরা সার্চ ইঞ্জিন অপটিমাইজার এবং কনটেন্ট ডেভেলপার বাংলাদেশের ডেভসটিম (ভিডিও)
সম্প্রতি ফ্রিল্যান্সার আয়োজিত ‘কনটেন্ট ডেভেলপমেন্ট এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন’ প্রতিযোগিতায় বিশ্বসেরা সার্চ ইঞ্জিন অপটিমাইজার এবং কনটেন্ট ডেভেলপার হিসাবে চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছে বাংলাদেশের ডেভসটিম। এ প্রাপ্তির পেছনে রয়েছে পাঁচ তরুণের বিশ্বজয়ের স্বপ্ন। টানা এক মাস চলে এ প্রতিযোগিতা। অষ্ট্রেলিয়া, ভারত এবং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় ইন্টারনেট মার্কেটার এবং কনটেন্ট ডেভেলপার দল অংশ নেয় এ প্রতিযোগিতায়। প্রায় দেড় হাজার প্রকল্প জমা পড়ে।
ডেভসটিম মূলত ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি এবং ইন্টারনেট মার্কেটিং সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশকে নতুন করে পরিচিত করে তুলেছে ডেভসটিমের সদস্যরা। আইসিটি নিউজের সঙ্গে একান্ত সাক্ষাতকারে তরুণেরা বলেছে তাদের স্বপ্নজয়ের কথা। প্রতিবেদনটি করেছেন - এস এম জোবায়ের
গতমাসে ফ্রিল্যান্সার ডটকম ‘কনটেন্ট ডেভেলপমেন্ট এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন’ শীর্ষক একটি প্রতিযোগিতা আয়োজন করে। ফ্রিল্যান্সার ডটকমের দেওয়া নির্দিষ্ট বিষয়ে কনটেন্ট লিখে সেটি সার্চ ইঞ্জিনের প্রথমে নিয়ে আসা ছিলো প্রতিযোগিতার মূল বিষয়। যেখানে বিজয়ীদের জন্য ১৫ হাজার ডলারের পুরস্কার ঘোষণা করা হয়।
এছাড়াও ফ্রিল্যান্সার কর্তৃপক্ষের নির্দিষ্ট করে দেওয়া কিছু বিষয়ে কনটেন্ট ডেভেলপ করা এবং উক্ত কিওয়ার্ডে গুগল সার্চের শীর্ষে নিয়ে আসার একটি প্রতিযোগিতা ছিলো এটি।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণের শুরুটা কিভাবে করলেন এ সম্পর্কে আইসিটি নিউজের পক্ষ থেকে জানতে চাওয়া হলে ডেভসটিমের সিএফও, মাসুদুর রশিদ বলেন, জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস ফ্রিল্যান্সার ডটকমের অনুসারে ফ্রিল্যান্সার কেয়ার ডট কম নামে একটি ডোমেইন আগেই কিনে রেখেছিলাম আমরা। বিস্তারিত ভিডিওতে দেখুন
এবছরের ৪ মে ডেভসটিম নামে ‘ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি এবং ইন্টারনেট মার্কেটিং সেবাদাতা’ প্রতিষ্ঠানের যাত্রা শুরু করে। এর উদ্দেশ্য ছিলো- কিভাবে ফ্রিল্যান্সারদের ব্যবহার করে একটি ব্যবসা শুরু করা যায়, কিভাবে একজন ফ্রিল্যান্সার হিসেবে অন্যান্য পেশা থেকে তুলনামূলকভাবে বেশি আয় করা যায়, কিভাবে অনলাইন মার্কেটপ্লেসে নিজের প্রথম কাজটি পাওয়া যাবে, কিভাবে সফলভাবে আউটসোর্স করানো যায়, আউটসোর্সিং করানোর ক্ষেত্রে কোন কোন বিষয়টি বিশেষ লক্ষ্য রাখতে হবে ইত্যাদি।
ডেভসটিম এবং প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে ডেভসটিমের প্রধান নির্বাহী কর্মকর্তা আল-আমিন কবির বলেন, তথ্যপ্রযুক্তির অগ্রযাত্রার সঙ্গে সঙ্গে বাংলাদেশও এগিয়ে যাচ্ছে প্রযুক্তিভিত্তিক ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের কাজে। বর্তমান সময়ে অনলাইনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তথ্যপ্রযুক্তিতে আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার নিয়ে আসছে বাংলাদেশের তরুণ ফ্রিল্যান্সারা। এই প্রেরণা থেকেই আমরা উৎসাহ পেয়েছি কাজ করার। যার ফলে বিশ্বের শীর্ষ কনটেন্ট রাইটার ও এসইও অপটিমাইজার প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে আমাদের ডেভসটিম। বিস্তারিত ভিডিওতে দেখুন
ডেভসটিমের এ বিজয় শুধু আমাদের নয়, এটা বাংলাদেশের বিজয় আর এ অর্জন কেবল আমাদের না, এ অর্জন আমাদের তরুণ ফ্রিল্যান্সারদের বলে জানায় ডেভসটিমের প্রতিটি সদস্য।