শনিবার ● ৯ মার্চ ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আজ হচ্ছে না বিসিএস’র নির্বাচন
আজ হচ্ছে না বিসিএস’র নির্বাচন
দেশের আইসিটি ব্যবসা খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ও শাখা কমিটি নির্বাচনের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ ৯ মার্চ বিসিএসের নির্বাহী কমিটি ও ১১টি শাখার কমিটি নির্বাচনের ভোট গ্রহণ করার কথা ছিল। কিন্তু আজকের নির্বাচন হচ্ছে না।
বিসিএসের নির্বাচন বোর্ড সূত্রে জানা যায়, গত ৯ জানুয়ারি বিসিএসের ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন কার্যক্রম শুরু হয়েছিল। ৩০ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ৭ ফেব্রুয়ারি বেলা আড়াইটা। বিসিএসের নির্বাহী কমিটির সাতটি পদের জন্য ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। নির্ধারিত সময়ের পর জমা দেওয়ায় নির্বাচন বোর্ড দুজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে। পরে তাঁরা আপিল করলে নির্বাচনী আপিল বোর্ডও একই সিদ্ধান্ত বহাল রাখে।
পরে গত মাসেই ওই দুই প্রার্থী নির্বাচন বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে বাণিজ্য মন্ত্রণালয়ের পরিচালক বাণিজ্য সংগঠন (ডিটিও) বরাবর আপিল করেন এবং ডিটিও ওই দুটি মনোনয়নপত্র বৈধ বলে সিদ্ধান্ত দেন। এই বিষয়ে পুনঃশুনানির জন্য বিসিএসের নির্বাচন বোর্ড আবার বাণিজ্য মন্ত্রণালয়ে আপিল করে। সেই আপিলের শুনানি গত ৭ মার্চ অনুষ্ঠিত হয়েছে। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আপিলের সিদ্ধান্ত ৯ মার্চের আগে পাওয়া যাবে না। এ অবস্থায় ৯ মার্চ নির্বাচন করা যেহেতু সম্ভব নয়, তাই বিসিএসের নির্বাচন স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন ওরা-টেক কনসালটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ কবীর আহমেদ। সদস্য হিসেবে আছেন সাইবার কমিউনিকেশনের প্রধান কার্যনির্বাহী মো. নাজমুল আলম ভুঁইয়া (জুয়েল) এবং কম্পিউটার আর্কাইভস এর স্বত্বাধিকারী মো. আমির হোসেন। নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন বিসিএস এর সাবেক সভাপতি এস.এম. ইকবাল। মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যনির্বাহী ও এফবিসিসিআই এর সাবেক পরিচালক সৈয়দ আলমাস কবির এবং এডভান্সড কম্পিউটার টেকনোলজি’র (এসিটি) স্বত্বাধিকারী প্রকৌশলী চৌধুরী মো. আসলাম আপীল বোর্ডের সদস্য হিসেবে আছেন।
বিসিএস সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, নির্বাচন বোর্ডের চেয়ারম্যান শেখ কবীর আহমেদ এবং নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যান এস.এম. ইকবাল বেশ কিছুদিন আগে ব্যক্তিগত কারন দেখিয়ে ডিটিও বরবার পদত্যাগ পত্র জমা দিয়েছেন। তাদের পদত্যাগ পত্র সঠিকভাবে জমা হয়েছে কিনা অথবা পদত্যাগপত্র গৃহীত হবে কিনা এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এখনো কোনো নির্দেশনা প্রদান করা হয়নি।