সোমবার ● ৪ মার্চ ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে নতুন স্মার্টফোন ভিভো ভি৩০
বাজারে নতুন স্মার্টফোন ভিভো ভি৩০
বাজারে এসেছে ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ভি৩০। ৪ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক লাইভ ভিডিওতে এমনটা ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। লাইভে ভিভোর ভি৩০ এর শুভেচ্ছা দূত তাহসান রহমান খান স্মার্টফোনটির বিশেষ ফিচারগুলো তুলে ধরেন। কালার চেঞ্জিং ‘পিকক গ্রিন’ এবং প্রিমিয়াম কোয়ালিটির ‘নোবেল ব্ল্যাক’ দুটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ভিভো ভি৩০।
ডিভাইসটিতে আছে স্মার্ট অরা লাইট ৩.০, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা, ১২০ হার্জ রিফ্রেশ রেটের থ্রি-ডি কার্ভড ডিসপ্লে। এর স্মার্ট অরা লাইট ৩.০ আরো স্মার্ট ও উজ্জ্বল, আকারেও এসেছে পরিবর্তন; যা আগের অরা লাইটের চেয়ে প্রায় ১৯ গুণ বড়।
৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে ভিভো ভি৩০ স্মার্টফোনে। ক্যামেরাটিতে ১১৯ ডিগ্রি ফিল্ড অফ ভিউতে ছবি তোলা যাবে। এছাড়া ব্যাক সাইডে রয়েছে আরো ৫০ মেগাপিক্সেল ভিসিএস (ভিভো ক্যামেরা-বায়োনিক স্পেক্টার্ম) ট্রু কালার মেইন ক্যামেরা। ফ্রন্ট সাইডেও ৫০ মেগাপিক্সেল অটো ফোকাস গ্রুপ সেলফি ক্যামেরা ব্যবহার করেছে ভিভো। যার ফিল্ড অফ ভিউ ৯২ ডিগ্রি।
৬.৭৮ ইঞ্চির ১.৫ কে অ্যামোলেড থ্রি-ডি কার্ভড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে স্মার্টফোনটিতে। যার রেজ্যুলেশন ২৮০০ বাই ১২৬০। প্রিমিয়াম কোয়ালিটির মাল্টি টাচ ক্যাপাসিটিভ ডিসপ্লেটির রিফ্রেশ রেট ১২০ হার্জ। সান লাইটে ব্যবহারের জন্য এতে রয়েছে সর্বোচ্চ ২৮০০ নিটস ব্রাইটনেস।
৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সমৃদ্ধ স্মার্টফোনটিতে দ্রুত চার্জের জন্য দিয়েছে ৮০ ওয়াটের টাইপ সি ফ্লাশ চার্জার। স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩। অপর দিকে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে ফানটাচ ওএস ১৪। ১২ জিবি র্যাম থাকলেও এক্সটেন্ডেট প্রযুক্তির কারণে আরো ১২ জিবি পর্যন্ত র্যাম বাড়ানোর সুযোগ থাকছে, সাথে আছে ২৫৬ জিবি রম। স্মার্টফোনটির দাম ৫৯,৯৯৯ টাকা। সংবাদ বিজ্ঞপ্তি।