সর্বশেষ সংবাদ
ঢাকা, ডিসেম্বর ২২, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ৪ মার্চ ২০২৪
প্রথম পাতা » @নারী » মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিসিসি ও ইউএনডিপির যৌথ প্রশিক্ষণ কর্মশালা
প্রথম পাতা » @নারী » মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিসিসি ও ইউএনডিপির যৌথ প্রশিক্ষণ কর্মশালা
৪৯৭ বার পঠিত
সোমবার ● ৪ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিসিসি ও ইউএনডিপির যৌথ প্রশিক্ষণ কর্মশালা

---বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি’র (ইউএনডিপি) যৌথ উদ্যোগে এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট’র সহায়তায় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সম্প্রতি ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘বিল্ডিং মেন্টাল হেল্থ রেজিলিয়েন্স এগেনেস্ট সাইবার বুলিং অ্যান্ড অনলাইন হার্মস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা। তিন দিন ব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় ছয়টি সেশনে বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পিস ক্যাফে’র সহযোগিতায় ইউএনডিপি বাংলাদেশের ‘পার্টনারশিপস ফর এ মোর টলারেন্ট, ইনক্লুসিভ বাংলাদেশ (পিটিআইবি) প্রকল্পের তত্ত্বাবধানে মানসিক স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘মনের বন্ধু’ প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন। সাইবার বুলিং এবং অনলাইনের অন্যান্য ক্ষতিকর প্রভাবের আঘাত সামলে কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায়, নিজের মনের যত্ন এবং অন্যের প্রতি সহনশীল হওয়া সহ মানসিক স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয়ে কর্মশালায় শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হয়।

কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধনী পর্বে আইসিটি সচিব মো. সামসুল আরেফিন অনলাইনে যুক্ত হয়ে বলেন, এই উদ্যোগ শুধু ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নয়, পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিশ^বিদ্যালয়েও গ্রহণ করা দরকার। স্মার্ট বাংলাদেশ গড়তে এমন উদ্যোগগুলোই সহায়ক হবে।

প্রশিক্ষণ কর্মশালা সরেজমিন পরিদর্শন শেষে বিসিসি’র নির্বাহী পরিচালক রণজিৎ কুমার বলেন, মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা শুধু শিক্ষার্থীদের জন্যই নয় অভিভাবকদের জন্যও প্রয়োজন। সবাই মিলেই আমরা আমাদের সাইবার জগতকে ভালো রাখতে পারি।

কর্মশালায় বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ চৌধুরী, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যাশনাল প্রফেশনাল অফিসার হাসিনা মমতাজ, প্রথমআলোর ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ জাবেদ সুলতান পিয়াস, মনের বন্ধু’র লিড মনোরোগ বিশেষজ্ঞ কাজি রুমানা হক প্রমুখ শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন।

মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশে গৃহীত উদ্যোগটি যৌথভাবে ইউএনডিপি-ডিপিপিএ’ও বৈশ্বিক উদ্যোগ ‘ইন্টেগ্রেটিং মেন্টাল হেলথ্ অ্যান্ড সাইকো সোশ্যাল সাপোর্ট (এমএইচপিএসএস) ইনকনফ্লিক্ট প্রিভেনশন অ্যান্ড পিস বিল্ডিং’ এর অংশ। এই কার্যক্রমে সহযোগিতা করছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পিস ক্যাফে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস এন্ড জাস্টিস (সিপিজে), ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি), সিবিএম গ্লোবাল ডিজ্যাবিলিটি ইনক্লুশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং  ইউএন উইমেন।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে পিটিআইবি প্রকল্প পরিচালক মোঃ আবু সাঈদ, ইউএনডিপির সিনিয়র গভর্ন্যান্স স্পেশালিষ্ট শীলা তাসনীম হক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডোল্যান্ড, ইউএনডিপি’র প্রজেক্ট ম্যানেজার রবার্ট স্টোলম্যান, বাংলাদেশে জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী অফিসের পিস অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার নাদিম ফরহাদ, ব্র্যাক বিশ^বিদ্যালয়ের সেন্টার ফর পিস এন্ড জাস্টিসের পক্ষে অন্তরা তাসনীম, মনের বন্ধু’র প্রধান নির্বাহী কর্মকতা তৌহিদা শিরোপা সহ পিস ক্যাফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ডিজিটাল ফিন্যান্সিয়াল লিটারেসি নিয়ে টেন মিনিট স্কুল ও বিকাশের উদ্যোগ
কনজিউমার প্রোটেকশন অ্যাওয়ার্ড অর্জন করেছে অপো বাংলাদেশ
মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্সে শিক্ষাবৃত্তি দিচ্ছে বিকাশ
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৪ হাজার শিক্ষার্থী পেল নতুন ল্যাপটপ
এনাবলার অব এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো মাস্টারকার্ড
জাইকার সহযোগিতায় বি-জেট ও বি-মিট প্রোগ্রামের সমাপনী প্রতিবেদন প্রকাশ
দ্বিপাক্ষিক ব্যবসা সম্প্রসারণে ‘বেসিস জাপান ডে ২০২৪’
এআই অলিম্পিয়াডের বৈজ্ঞানিক কমিটির সদস্য হলেন বাংলাদেশের অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন
সিআইপি সম্মাননা পেলেন উল্কাসেমির সিইও মোহাম্মদ এনায়েতুর রহমান
রিয়েলমি সি৭৫ পানির নিচে সচল থাকবে ১০ দিন