সোমবার ● ৪ মার্চ ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » স্টারটেক এর ১৭ বছর
স্টারটেক এর ১৭ বছর
মোহাম্মদ কাওছার উদ্দীন
যাত্রার ১৭ বছর সম্পন্ন করে ১৮ বছরে পা দিয়েছে তথপ্রযুক্তি প্রতিষ্ঠান স্টারটেক লিমিটেড। ১৭ বর্ষপূর্তি উপলক্ষ্যে প্রতিষ্ঠানটি বেশ কিছু বিশেষ অফার ঘোষনা করেছে। ১ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত চলমান এ অফারে ল্যাপটপ, ডেস্কটপ, মনিটর কিনে স্ক্র্যাচ কার্ড ঘষে জিতে নিতে পারেন ল্যাপটপ, ডেস্কটপ কিংবা মনিটর। আছে ২০ হাজার টাকা পর্যন্ত ভাউচার। এছাড়াও, লাকি কুপনে ল্যাপটপ, মনিটর, মোবাইল সহ ১৭টি মেগা পুরষ্কার। অনলাইন অর্ডারের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যেমে স্ক্র্যাচ কার্ডটি ক্রেতার সামনে স্ক্র্যাচ করা হবে। লাকি কুপনের ড্র অফার শেষে স্টারটেকের ফেসবুক পেইজ থেকে সরাসরি অনুষ্ঠিত হবে।
অন্যদিকে গত ২ মার্চ রাজধানীর বাংলামটরের নাভানা জহুরা টাওয়ারে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, মহাসচিব মো. কামরুজ্জামান ভূঁইয়া, মাইক্রোসান সিস্টেমসের স্বত্বাধিকারী এস এম ওয়াহিদুজ্জামান, টেকেনা প্লানেট সিস্টেমসের স্বত্বাধিকারী মঞ্জুরুল হাসান, মিজান ট্রেড এর স্বত্বাধিকারী আনিসুর রহমান, নেওয়াজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহ নেওয়াজ প্রমুখ।
এ সময় স্টারটেক লিমিটেডর চেয়ারম্যান মো. রাশেদ আলী ভূঁইয়া, ব্যবস্থাপনা পরিচালক মো. জাহেদ আলী ভূঁইয়া সহ প্রতিষ্ঠানটির অন্যান্য পরিচালক ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৭ সালের ১ মার্চ কার্যক্রম শুরু করে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান স্টারটেক লিমিটেড। সংবাদ বিজ্ঞপ্তি।