রবিবার ● ৩ মার্চ ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » টেকনো স্পার্ক ২০ সিরিজ মিউজিক ফেস্ট অনুষ্ঠিত
টেকনো স্পার্ক ২০ সিরিজ মিউজিক ফেস্ট অনুষ্ঠিত
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গত ২ মার্চ অনুষ্ঠিত হলো টেকনো স্পার্ক ২০ সিরিজ মিউজিক ফেস্ট। এ ফেস্টে মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান টেকনো তার সর্বশেষ সংযোজন স্পার্ক ২০ প্রো+ উন্মোচন করেছে। টেকনো স্পার্ক ২০ সিরিজ মিউজিক ফেস্টের মূল আকর্ষণ ছিলো বিখ্যাত ভারতীয় সঙ্গীত শিল্পী বাদশাহ্। বাদশাহর সঙ্গে মঞ্চে যোগ দেন ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, প্রীতম হাসান, জেফার, ব্ল্যাক জ্যাং এবং সঞ্জয় সহ বাংলাদেশি শিল্পীরা।
অনুষ্ঠানে ছিল টেকনো এক্সপেরিয়েন্স জোন, যেখানে প্রায় ২৫০ জনেরও বেশি ইনফ্লুয়েন্সার টেকনোর নতুন পণ্যসমূহ এক্সপ্লোর করার সুযোগ পান। ইভেন্টে #tecncomusicfest সোশ্যাল মিডিয়া হ্যাশট্যাগ প্রতিযোগিতায় অন-স্পট অংশগ্রহণ করে দর্শকদের মধ্যে বিজয়ীরা টেকনোর পক্ষ হতে নতুন হ্যান্ডসেট উপহার পেয়েছে।
অনুষ্ঠানে বাদশা বলেন, ‘বাংলাদেশকে আমি ভালোবাসি। যখনই আমি নতুন কোনো গান রিলিজ করি, এটি ভাইরাল হয় প্রথমে বাংলাদেশে। বেইলি রোড ট্র্যাজেডির জন্য তিনি ৩০ সেকেন্ড নীরবতা পালন করেন।’
অনুষ্ঠানে আইস্মার্টইউ টেকনোলজি বিডি লিমিটেডের সিইও রেজওয়ানুল হক বলেন, আমি টেকনো-এর প্রতিনিধিত্ব করতে পেরে অত্যন্ত গর্বিত, কেননা এটি এমন একটি ব্র্যান্ড যা তরুণ ভোক্তাদের ক্রমাগত পরিবর্তনশীল চাহিদা এবং আকাঙ্ক্ষার সমাধান করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। সংবাদ বিজ্ঞপ্তি।