রবিবার ● ৮ জুলাই ২০১২
প্রথম পাতা » প্রধান সংবাদ » বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের নির্বাচন ১১ আগস্ট
বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের নির্বাচন ১১ আগস্ট
১১ আগস্ট অনুষ্ঠিত হবে তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের ২০১২-১৪ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন।
নির্বাচন কমিশন সূত্রে মতে, আগামী ১০ জুলাই প্রাথমিক ভোটার তালিকা এবং ১৬ জুলাই বিকেল ৪টায় প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। এরপর ২১ জুলাই বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা।
প্রধান নির্বাচন কমিশনার মোস্তাফা জব্বার, সদস্য মুনির হাসান ও পল্লব মোহাইমেন স্বাক্ষরিত নির্বাচন তফসিল থেকে এসব তথ্য জানা গেছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৬ জুলাই বিকেল ৩টার মধ্যে প্রাথমিক ভোটার তালিকা সম্পর্কে লিখিত আপত্তি জানানো যাবে। এর ১৫ মিনিট পর বিকেল ৩টা ১৫ মিনিটে আপত্তি বিষয়ে শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২১ জুলাই বিকেলে ৫টায় মনোনয়নপত্র বাছাই শেষে বিকলে ৬টায় বৈধ মনোনয়নপত্রের তালিকা প্রকাশ করা হবে। অপরদিকে ২৪ জুলাই বিকেল ৩টার মধ্যে নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। এরপর ২৫ জুলাই বিকেল ৪টায় প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। আর ৪ আগস্ট অনুষ্ঠিত হবে প্রার্থী পরিচিতি সভা।
নির্বাচনী তফসিল মতে, আগামী ১১ আগস্ট বাংলাদেশ কম্পিউটার সমিতি কার্যালয়ে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে বিকেলে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।