রবিবার ● ৩ মার্চ ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » গ্রামীণফোন নিয়ে এলো প্রিমিয়াম হলিউড স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘লায়ন্সগেট প্লে’
গ্রামীণফোন নিয়ে এলো প্রিমিয়াম হলিউড স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘লায়ন্সগেট প্লে’
বিনোদনে নতুন মাত্রা যোগ করতে গ্রাহকদের জন্য প্রিমিয়াম হলিউড স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘লায়ন্সগেট প্লে’ নিয়ে এলো দেশের শীর্ষস্থানীয় মোবাইল নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে এখন থেকে গ্রাহকরা মাইজিপি অ্যাপে উপভোগ করতে পারবেন হলিউডের সেরা সব বিনোদন। বাংলাদেশে ‘লায়ন্সগেট প্লে’ চালু হওয়ার মাধ্যমে গ্রামীণফোনের গ্রাহকরা উপভোগ করতে পারবেন হলিউডের ১৮ হাজারের বেশি সিনেমা ও টিভি শো’র ভান্ডার।
জিপি গ্রাহকরা তাদের জিপি মোবাইল নম্বর ব্যবহার করে ‘সিঙ্গেল সাইন-অন’ ফিচারের মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে সহজেই লায়ন্সগেট প্লে ব্যবহার করতে পারবেন। নিরবচ্ছিন্নভাবে প্রিমিয়াম কনটেন্টগুলো উপভোগ করতে ৭ দিন অথবা ৩০ দিনের অল-ইন-ওয়ান সিমপ্লিফাইড প্লে প্যাক বেছে নিতে পারেন গ্রাহকরা।
গ্রামীণফোনের চিফ ডিজিটাল অফিসার সোলায়মান আলম এ প্রসঙ্গে বলেন, বর্তমানে ওটিটি কন্টেন্টের জনপ্রিয়তা প্রতিনিয়ত বাড়ছে এবং গ্রামীণফোনের উদ্দেশ্য হচ্ছে গ্রাহকদের এমন সব কনটেন্ট উপহার দেয়া যেমনটি তারা চান।
লায়ন্সগেট প্লে সাউথ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ব্যইভাবি পারিক বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ায় আমাদের অবস্থানকে আরও দৃঢ় করার ক্ষেত্রে গ্রামীণফোনের সাথে আমাদের এই অংশীদারিত্ব বিশেষ ভূমিকা রাখবে। এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের নিরবচ্ছিন্ন প্রিমিয়াম কনটেন্ট উপভোগের সুযোগ করে দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চাই আমরা। সংবাদ বিজ্ঞপ্তি।