শনিবার ● ২ মার্চ ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ঢাকায় অনুষ্ঠিত হবে অ্যাপ্রিকট ২০২৫ সম্মেলন
ঢাকায় অনুষ্ঠিত হবে অ্যাপ্রিকট ২০২৫ সম্মেলন
মোহাম্মদ কাওছার উদ্দীন
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (আইএসপিএবি) এর আয়োজনে পরবর্তী এশিয়া প্যাসিফিক রিজিওনাল ইন্টারনেট কনফারেন্স অন অপারেশনাল টেকনোলজিস (অ্যাপ্রিকট) সম্মেলন অর্থাৎ অ্যাপ্রিকট ২০২৫ আগামী বছরের ১৮-২৭ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে। গত ২১ ফেব্রুয়ারি-১ মার্চ, ২০২৪ ব্যাংককে অনুষ্ঠিত অ্যাপ্রিকট ২০২৪ ও এপনিক ৫৭ সম্মেলন শেষে ঢাকায় অনুষ্ঠিতব্য পরবর্তী সম্মেলন সম্পর্কে এ তথ্য জানান আইএসপিএবি সভাপতি এমদাদুল হক।
এমদাদুল হক সম্প্রতি ব্যাংককে সমাপ্ত অ্যাপ্রিকট-২০২৪ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন, তার সঙ্গে ছিলেন আইএসপিএবি মহাসচিব নাজমুল করিম ভুঁইয়া। বাংলাদেশ থেকে শতাধিক প্রতিনিধি এবারের সম্মেলনে অংশগ্রহন করেছে।
বাংলাদেশে অ্যাপ্রিকট সম্মেলন আয়োজন সম্পর্কে আইএসপিএবির সভাপতি এমদাদুল হক বলেন, ‘পরবর্তী আয়োজক হিসাবে আমাদের লক্ষ্য কী করে অংশগ্রহণকারীর সংখ্যা আরও বাড়ানো যায়। সম্মেলনে সারা পৃথিবী থেকে এক্সপার্টরা আাসবেন। কীভাবে ইন্টারনেট নেটওয়ার্ক আরও সুরক্ষিত করা যায়, শক্তিশালী করা যায় তা আমাদের আইএসপি প্রকৌশলীদের হাতে-কলমে শেখাবেন। এতে দেশের আইএসপি খাত উপকৃত হবে।’