বৃহস্পতিবার ● ২৯ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » হুয়াওয়ে’র এআই ভিত্তিক আরও ১০ উদ্ভাবন
হুয়াওয়ে’র এআই ভিত্তিক আরও ১০ উদ্ভাবন
শিল্পখাতে ব্যবহার উপযোগী ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) নির্ভর নতুন ১০টি প্রযুক্তি প্রদর্শন করলো হুয়াওয়ে ক্লাউড। এই প্রযুক্তির মূল লক্ষ্য এআইয়ের জন্য প্রস্তুত অবকাঠামোর মাধ্যমে শিল্পখাতে বুদ্ধিমত্তার প্রয়োগকে ত্বরান্বিত করা। স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এ তথ্যগুলো তুলে ধরে হুয়াওয়ে।
হুয়াওয়ের ক্লাউড গ্লোবাল মার্কেটিং ও সেলস সার্ভিসের প্রেসিডেন্ট জ্যাকুলিন শি বলেন, বর্তমানে এআই সককিছুকেই নতুন রূপ দিচ্ছে, আর আমরা এই ক্ষেত্রে সামনের সারিতে রয়েছি। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের এই গতিকে ত্বরান্বিত করতে আমরা প্রতিটি ব্যক্তি ও প্রতিটি শিল্পখাতের জন্য ক্লাউডের শক্তিশালী ভিত্তি তৈরি করছি।
হুয়াওয়ে প্রদর্শিত প্রযুক্তিগুলো হলো কুভার্স, ডিসট্রিবিউটর কিং টিয়ান আর্কিটেকচার, এআই কম্পিউট, এআই ন্যারেটিভ স্টোরেজ, ইটুই সিকিউরিটি, গজডিবি, ডাটা-এআই কনভার্জেন্স, মিডিয়া ইনফ্রাস্ট্রাকচার, ল্যান্ডিং জোন এবং ফ্লেক্সিবল ডিপ্লয়মেন্ট। সংবাদ বিজ্ঞপ্তি।