বুধবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » টিএমজিবির বার্ষিক পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত
টিএমজিবির বার্ষিক পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত
প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) এর বার্ষিক পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি ২০২৪ রাজধানীর অদূরে ড্যাফোডিল স্মার্ট সিটিতে এই আয়োজন করেছিল সংগঠনটি। টিএমজিবি পিকনিক-২০২৪ নামের ওই আয়োজনে সংগঠনটির সদস্য, সদস্যদের পরিবার, তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনের প্রতিনিধিরা এবং এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আয়োজনে ছিল ছোটদের জন্য বুদ্ধিভিত্তিক প্রতিযোগিতা, বিস্কিট দৌড়, বল স্ট্যাম্পিং, পারিবারের নারী সদস্যদের জন্য হাঁড়িভাঙা, ছেলেদের জন্য পিলোপাসিংসহ নানা প্রতিযোগিতা। পৃষ্ঠপোষক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বক্তব্য ও শুভকামনার পাশাপাশি তাদেরকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান টিএমজিবির ট্রাস্টি ও কার্যনির্বাহী কমিটির সদস্যরা। আয়োজনের সমাপ্তি হয় আকর্ষণীয় র্যাফেল ড্র-এর মাধ্যমে।
টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন তার বক্তব্যে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানান। তিনি বলেন. আমরা সবসময় সদস্য ও তাদের পরিবারের জন্য ভিন্ন কিছু আয়োজন করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় বার্ষিক এই পারিবারিক মিলনমেলার আয়োজন। সামনের দিনে সদস্য ও তার পরিবারের জন্য আরও নতুন কিছু করার চেষ্টা থাকবে। আগামীতেও টিএমজিবির বিভিন্ন আয়োজনে এসব প্রতিষ্ঠানগুলো সংগঠনটির সঙ্গে থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
টিএমজিবি পিকনিক ২০২৪ আয়োজনে পৃষ্ঠপোষক হিসাবে ছিল আইস্মার্টইউ টেকনোলজি বাংলাদেশ লিমিটেড, হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড, দোহাটেক নিউ মিডিয়া, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (আইএসপিএবি), ভিভো বাংলাদেশ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) , স্কাইটেক সল্যুশনস, শাওমি বাংলাদেশ, সহজ, সিম্ফনি, ক্লাসটিউন, দ্য কাউ কোম্পানি, র্যাডিসন ডিজিটাল টেকনোলজিস, ব্যাবিলন রিসোর্সেস, প্রিয়শপ, এক্সেল টেকনোলজিস, রাইজ আপ ল্যাবস, সিনেসিস আইটি লিমিটেড, ইউসিসি, উইমেন অ্যান্ড ই-কমার্স (উই), ওয়ালটন কম্পিউটার, বন্ডস্টেইন, সার্ভিস ইঞ্জিন লিমিটেড, স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসাল্টিং প্রাইভেট লিমিটেড, সাউথ বাংলা কম্পিউটার্স, মাই আউটসোর্সিং, চিকিৎসা, আইসিসি কমিউনিকেশনস লিমিটেড, ডিভাইন আইটি, কোলোসিটি, ফরাজী হাসপাতাল, ইন্টেলিজেন্ট টেকনোলজি ট্রেডার্স লিমিটেড, অ্যাকটিভ এভি, এভিপ্রো ও সাউন্ড সেন্স।