বুধবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » চলতি করবর্ষের আয়কর রিটার্ন মওকুফ পেয়েছে বিটিআরসি
চলতি করবর্ষের আয়কর রিটার্ন মওকুফ পেয়েছে বিটিআরসি
চলতি অর্থবছরের (২০২৩-২৪) জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর রিটার্ন মওকুফ পেয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি) ও বাংলাদেশ রেলওয়ে। ২৮ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড আয়কর আইন-২০২৩ এর ধারা ২৬৪ এর উপ-ধারা ৪ অনুযায়ী বিটিআরসি ও বাংলাদেশ রেলওয়েকে ২০২৩-২৪ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন থেকে অব্যাহতি দেয়া হলো।
আয়কর আইন-২০২৩ এর ২৬৪ ধারার ৪ নং উপধারায় বলা হয়েছে, বোর্ড সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, কোনো ব্যক্তিকে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল করা থেকে অব্যাহতি দিতে পারবে।