মঙ্গলবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশের বাজারে টেকনো স্পার্ক ২০ প্রো+
বাংলাদেশের বাজারে টেকনো স্পার্ক ২০ প্রো+
মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের স্পার্ক ২০ সিরিজের নতুন সংযোজন স্পার্ক ২০ প্রো+। ডাবল কার্ভড্ ডিজাইনের এ ফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেল আল্ট্রা সেন্সিং মেইন ক্যামেরা, হেলিও জি৯৯ আলটিমেট প্রসেসর, ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি (৮ জিবি + ৮ জিবি) র্যাম সহ আরও অনেক ফিচার।
কর্নিং গরিলা গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত ৬.৭৮ ইঞ্চি ১২০ হার্জ কার্ভড্ এমোলেড ডিসপ্লে সমৃদ্ধ স্মার্টফোনটিতে ১.৭৫ অ্যাপারচারযুক্ত ১০৮ মেগাপিক্সেল আল্ট্রা সেন্সিং মেইন ক্যামেরার পাশাপাশি রয়েছে ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল এআই ক্যামেরা। সেলফির জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এতে রয়েছে ডুয়াল ভিডিও রেকর্ডিং ফিচার যার মাধ্যমে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ১০৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরায় একত্রে ভিডিও রেকর্ড করা সম্ভব। ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি (৮ জিবি+৮ জিবি) র্যামের এ ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাই ওএস অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। এছাড়া উপরে এবং নিচে এর ডুয়াল স্পিকারের সাথে রয়েছে ডিটিএস সাউন্ড প্রযুক্তি। রয়েছে ৫ হাজার এমএএইচ ব্যাটারি এবং একটি ৩৩ ওয়াট সুপার চার্জার। ধুলোবালি এবং পানি থেকে ফোনকে রক্ষা করতে এতে রয়েছে আইপি৫৩ রেটিং। নতুন এ ফোনটি পাওয়া যাচ্ছে টেম্পোরাল অরবিট, লুনার ফ্রস্ট এবং ম্যাজিক স্কিন ২.০ গ্রিন-এ ৩টি রঙে। সংবাদ বিজ্ঞপ্তি।