সোমবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বই মেলায় আলতামিশ নাবিল এর ‘কন্টেন্ট রাইটিং এর মহারাজা’
বই মেলায় আলতামিশ নাবিল এর ‘কন্টেন্ট রাইটিং এর মহারাজা’
অনলাইনে কন্টেন্ট লেখনীর কলাকৌশল নিয়ে বইমেলায় প্রকাশিত হয়েছে ‘কন্টেন্ট রাইটিং এর মহারাজা’ শীর্ষক বই। বইটি লিখেছেন মুহাম্মাদ আলতামিশ নাবিল।
বইটি প্রসঙ্গে লেখক বলেন, ‘আমরা শুনে থাকি কন্টেন্ট ইজ দ্য কিং, কিন্তু কেন এই কন্টেন্টকে কিং বলা হয়, তাঁর কারন রয়েছে এই বইয়ে। বইটিতে যেমনভাবে আলোচনা করা হয়েছে অনলাইন বনাম অফলাইন মাধ্যমে লেখার পার্থক্য, আপনার পাঠক টোটকা, সাব এডিটিং, প্রুফরিডিং, ওয়েবসাইট-বিজ্ঞাপন-ইমেইল-কপিরাইটিং ইত্যাদি মাধ্যমের জন্য কন্টেন্ট লেখার ট্রিকস; ঠিক তেমনভাবেই আলোচনা করা হয়েছে এসইও, সাংবাদিকতা, নিজের ব্লগে লেখালেখি, লেখকের পার্সোনাল ব্রান্ডিং সহ নানাবিধ সহজ পাঠ্য।
এছাড়াও কৃত্তিম বুদ্ধিমত্তার ঘাড়ে চড়ে কিভাবে কন্টেন্ট লিখতে হয় তার হ্যাকসও বইটিতে আছে।
লেখক আলতামিশ নাবিল নিয়মিত লেখালেখি ও প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি ডিজিটাল সার্ভিস বিশেষজ্ঞ হিসেবে বর্তমানে কর্মরত আছেন মিয়াকি নামের একটি বহুজাতিক কোম্পানিতে। এছাড়া তিনি স্বেচ্ছাসেবী আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) এবং রোটারি ইন্টারন্যাশনালের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠা করেছেন বি. পজিটিভ ফাউন্ডেশন নামে একটি সামাজিক উদ্যোগও। এছাড়াও বিগত বেশ কয়েক বছর যাবত তিনি পার্সোনাল ব্র্যান্ডিং, লিডারশিপ, কন্টেন্ট রাইটিং, অ্যাপ মনিটাইজেশন সহ আরও কিছু বিষয়ে একজন প্রশিক্ষক হিসাবে বিশ^ব্যাপী তরুণদের দক্ষতাবৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন।
লেখক হিসেবে ইতিমধ্যেই তার বেশ কয়েকটি বই বাংলাদেশ ও ভারতে প্রকাশিত হয়েছে। এটি তাঁর প্রকাশিত ষষ্ঠ বই। এর আগে তিনি প্রকাশ করেছেন চলচ্চিত্রের উপর পাঁচটি একক গবেষণাগ্রন্থ। ‘কন্টেন্ট রাইটিং এর মহারাজা’ বইটির প্রচ্ছদ করেছেন সাজ্জাদুল ইসলাম সায়েম। বইমেলায় অদম্য প্রকাশে (সোহরাওয়ার্দী উদ্যান, স্টল নম্বর ৩৯) বইটি পাওয়া যাচ্ছে। এ ছাড়া এটি কেনা যাবে ই-কমার্স সাইট রকমারি ডট কম সহ প্রকাশনা প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়া পেজ থেকে। সংবাদ বিজ্ঞপ্তি।