রবিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে শাওমির নতুন ফোন রেডমি এ৩
বাজারে শাওমির নতুন ফোন রেডমি এ৩
শাওমি দেশের বাজারে সম্প্রতি নিয়ে এসেছে নতুন স্মার্টফোন রেডমি এ৩। এই ফোনটির বিশেষ দিক হলো এর প্রিমিয়াম গ্লাস ব্যাক ডিজাইন। স্মার্টফোনটির ডট ড্রপ ডিসপ্লেটি আকারে ৬.৭১ ইঞ্চি এবং এর রিফ্রেশ রেট ৯০ হার্জ। মিডনাইট ব্ল্যাক এবং স্টার ব্লু এই দুটি কালারে স্মার্টফোনটি পাওয়া যাবে। এছাড়া, ভেগান লেদার টেক্সচারেও ফোনটি নির্মাণ করা হয়েছে যেটির রঙ ফরেস্ট গ্রিন। ডিভাইসটিতে রয়েছে ৬ জিবি র্যাম। এতে আরও র্যাম বাড়ানোর সুযোগ থাকবে ৬ জিবি পর্যন্ত।
ফোনটিতে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ২.২ গিগাহার্জ মিডিয়াটেক হেলিও জি৩৬ অক্টা-কোর প্রসেসর, ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৮ মেগাপিক্সেল এআই রেয়ার ডুয়াল ক্যামেরা সেটআপ এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
২৬ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের অনুমোদিত শাওমি স্টোর, পার্টনার স্টোর এবংবিভিন্ন রিটেইল চ্যানেলে স্মার্টফোনটি পাওয়া যাবে। ফোনটি পাওয়া যাবে দুটি র্যাম অপশনে। স্মার্টফোনটির ৪ জিবি+৬৪ জিবি মডেলটির দাম ১২,৪৯৯ টাকা এবং ৬ জিবি+১২৮ জিবি মডেলটির দাম ১৩,৯৯৯ টাকা।
শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘প্রযুক্তি ও ডিজাইন নিয়ে প্রতিনিয়ত কাজ করার কারণে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে শাওমি আলাদা একটি অবস্থানে রয়েছে। রেডমি এ৩ এই প্রচেষ্টার অন্যতম একটি সাফল্য যেটি ডিজাইনের দিক থেকে ভিন্ন ধরনের। নতুন স্মার্টফোনটি শাওমি ফ্যানদের জন্য স্টাইল, এবং পারফরম্যান্সের একটি দারুণ সমন্বয় হবে বলে আমি মনেকরি।’ সংবাদ বিজ্ঞপ্তি।